Sunday, November 9, 2025

ভিয়ানা ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনের মঞ্চ।

বক্তা তখন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
মঞ্চে অন্য অতিথিদের মধ্যমণি জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণির নামভূমিকার অভিনেত্রী দিতিপ্রিয়া।

কুণাল বললেন,” সেভাবে সিরিয়াল দেখা হয় না। কিন্তু দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কথা শুনেছি। আর যা শুনেছি তাতে বুঝেছি মেয়েটি ওর বয়সের রাসমণির ভূমিকায় যেমন ভালো অভিনয় করেছে, তার থেকেও ভালো অভিনয় করছে ওর থেকে অনেক বেশি বয়সের চরিত্রের রাসমণির ভূমিকায়। এটা বড় কৃতিত্ব।”

এর পর কুণাল বলেন,” ওর আরও সাফল্য কামনা করি। কিন্তু ওর সামনে দুটো চ্যালেঞ্জ আছে। প্রথমত ও এখন টুয়েলভের ছাত্রী।( কুণাল দিতিপ্রিয়াকে ভাষণের মধ্যেই প্রশ্ন করেন, স্টুডেন্ট তো? দিতিপ্রিয়া বলেন, টুয়েলভ) এই বয়সেই রানি রাসমণি চরিত্রকে ও জনপ্রিয় করেছে। এই ধারাবাহিক শেষ হলে এই ইমেজ থেকে বেরিয়ে আসাটা চ্যালেঞ্জ।


আর দ্বিতীয় চ্যালেঞ্জ হল, এই বয়সেই ও পাকাচুল চরিত্রে হিট। এরপর এর থেকে বেরিয়ে টলিউডের গ্ল্যামারাস নায়িকার লুক প্রতিষ্ঠা করতে হবে। সেটাও চ্যালেঞ্জ।
শুভেচ্ছা রইল, দিতিপ্রিয়া এই দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হবে।”

দিতিপ্রিয়া এরপর তাঁর ভাষণে এই প্রসঙ্গটি বলেন,” হ্যাঁ, আমার সামনে এই চ্যালেঞ্জগুলো আছে। আমাকেই আমার রেকর্ড ভাঙতে হবে। আমি সিরিয়ালের পাশাপাশি সিনেমা করতেও শুরু করেছি। নতুন ছবি তৈরি হচ্ছে।”

ভিয়ানা স্পোর্টিংয়ের পুজোর মূল আয়োজক প্রিয়াঙ্ক পান্ডে ও তার সহযোগীরা।
উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, শ্রীমান জয়, কাউন্সিলর সাধনা বসু, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রাজর্ষি ও রূপা মজুমদার, প্রবন্ধ রায়, সমাজসবী রাজীব জয়সওয়াল, মিমি দাস, অরুণ জয়সওয়াল, বিকাশ জয়সওয়াল,ওসি কৌশিক দাস প্রমুখ।
মঞ্চের অনুষ্ঠানের পর মন্ডপ ও প্রতিমা উদ্বোধন হয়। অপরূপ প্রতিমা দেখে মোবাইলে ছবি তুলতে শুরু করেন দিতিপ্রিয়াসহ অতিথিরাও।

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version