Wednesday, November 12, 2025

ভিয়ানা ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনের মঞ্চ।

বক্তা তখন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
মঞ্চে অন্য অতিথিদের মধ্যমণি জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণির নামভূমিকার অভিনেত্রী দিতিপ্রিয়া।

কুণাল বললেন,” সেভাবে সিরিয়াল দেখা হয় না। কিন্তু দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কথা শুনেছি। আর যা শুনেছি তাতে বুঝেছি মেয়েটি ওর বয়সের রাসমণির ভূমিকায় যেমন ভালো অভিনয় করেছে, তার থেকেও ভালো অভিনয় করছে ওর থেকে অনেক বেশি বয়সের চরিত্রের রাসমণির ভূমিকায়। এটা বড় কৃতিত্ব।”

এর পর কুণাল বলেন,” ওর আরও সাফল্য কামনা করি। কিন্তু ওর সামনে দুটো চ্যালেঞ্জ আছে। প্রথমত ও এখন টুয়েলভের ছাত্রী।( কুণাল দিতিপ্রিয়াকে ভাষণের মধ্যেই প্রশ্ন করেন, স্টুডেন্ট তো? দিতিপ্রিয়া বলেন, টুয়েলভ) এই বয়সেই রানি রাসমণি চরিত্রকে ও জনপ্রিয় করেছে। এই ধারাবাহিক শেষ হলে এই ইমেজ থেকে বেরিয়ে আসাটা চ্যালেঞ্জ।


আর দ্বিতীয় চ্যালেঞ্জ হল, এই বয়সেই ও পাকাচুল চরিত্রে হিট। এরপর এর থেকে বেরিয়ে টলিউডের গ্ল্যামারাস নায়িকার লুক প্রতিষ্ঠা করতে হবে। সেটাও চ্যালেঞ্জ।
শুভেচ্ছা রইল, দিতিপ্রিয়া এই দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হবে।”

দিতিপ্রিয়া এরপর তাঁর ভাষণে এই প্রসঙ্গটি বলেন,” হ্যাঁ, আমার সামনে এই চ্যালেঞ্জগুলো আছে। আমাকেই আমার রেকর্ড ভাঙতে হবে। আমি সিরিয়ালের পাশাপাশি সিনেমা করতেও শুরু করেছি। নতুন ছবি তৈরি হচ্ছে।”

ভিয়ানা স্পোর্টিংয়ের পুজোর মূল আয়োজক প্রিয়াঙ্ক পান্ডে ও তার সহযোগীরা।
উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, শ্রীমান জয়, কাউন্সিলর সাধনা বসু, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রাজর্ষি ও রূপা মজুমদার, প্রবন্ধ রায়, সমাজসবী রাজীব জয়সওয়াল, মিমি দাস, অরুণ জয়সওয়াল, বিকাশ জয়সওয়াল,ওসি কৌশিক দাস প্রমুখ।
মঞ্চের অনুষ্ঠানের পর মন্ডপ ও প্রতিমা উদ্বোধন হয়। অপরূপ প্রতিমা দেখে মোবাইলে ছবি তুলতে শুরু করেন দিতিপ্রিয়াসহ অতিথিরাও।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version