পাঁচিল টপকানোর স্বীকৃতিতে রাষ্ট্রপতির পুলিশ মেডেল

সম্ভবত পাঁচিল টপকাতে পারার দক্ষতারই স্বীকৃতি পেলেন তিনি৷

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমকে গ্রেফতার করার জন্য CBI-এর ২৮ জন অফিসারের একটি দল তাঁর বাড়িতে গিয়েছিলেন৷ সেই দলেই ছিলেন এক অফিসার যিনি চিদম্বরমের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিলেন। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সেই অফিসারটিকেই বিশেষ সম্মানে ভূষিত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

২০১৯ সালে INX- মিডিয়া মামলায় চিদম্বরমকে গ্রেফতার করতে পাঁচিল টপকেছিলেন ডেপুটি পুলিশ সুপার রামস্বামী পার্থসারথি। তাঁকেই এবার বিশেষ অবদানের জন্য প্রেসিডেন্টস পুলিশ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। জানা গিয়েছে, এই অফিসারই INX- মিডিয়া মামলায় কার্তি চিদম্বরমকেও গ্রেপ্তার করেছিলেন। যা নিয়ে এখনও আলোচনা চলছে জাতীয় রাজনীতিতে।
রাজনৈতিক মহলের মন্তব্য, মোদি সরকারের প্রতিহিংসামূলক আচরণ প্রজাতন্ত্র দিবসেও অব্যাহত।

আরও পড়ুন-রেড রোডে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস! ট্যাবলোতে নজর কাড়লো “কার্গিল হিরো” বোফর্স

Previous articleKMC vote 29: প্রকাশ কি তৃণমূলে পা বাড়িয়ে?
Next articleহঠাৎ কেন শিক্ষামন্ত্রী আত্মসমালচনায় মগ্ন?