Friday, December 5, 2025

রেড রোডে সাড়ম্বরে পালিত প্রজাতন্ত্র দিবস! ট্যাবলোতে নজর কাড়লো “কার্গিল হিরো” বোফর্স

Date:

Share post:

গোটা দেশের মতোই সাড়ম্বরে ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল কলকাতার রেড রোডে। পরম্পরা মেনে যখন রাজ্যপালের আগমন হুড খোলা গাড়ি করে মঞ্চে এলেন, ঠিক তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটে রেড রোড চত্বরে প্রবেশ করে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। বিশিষ্ট অতিথিদের আগমনের পর মূল মঞ্চে থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল।

এরপর শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান। প্যারেড কমান্ডার-এর নেতৃত্বে শুরু হয় প্যারেড। আর্মস্ট্রং গান যাকে ভিনটেজ ক্যানন বলা হয়, সেটারও প্রদর্শন করা হয়। এর পরেই মাল্টি রকেট লঞ্চার নিয়ে আসেন ভারতীয় সেনা। তবে প্যারেডের মূল আকর্ষণ ছিল কার্গিল যুদ্ধে পাকিস্তানকে ধূলিসাৎ করা বোফর্স মিসাইল। যা দেখে দর্শকরা দুই করতালি বাজিয়ে অভিবাদন করেন। এরপরই আসে এক সময় বিতর্কের কেন্দ্র থাকা বোফর্স গান। এরপর পর ভারতীয় সেনার তিনবাহিনী সেনা আর্মি, নেভি ও এয়ার ফোর্সের ট্যাবলো পরিদর্শন করেন তিন সেনা বিভাগের জওয়ান। এছাড়া গোর্খা রেজিমেন্ট-সহ বিভিন্ন ব্যান্ড নিজেদের প্রতিভার পরিদর্শন করেন।

সেনার পরিদর্শন শেষে হাওয়ার পর শুরু হয় কলকাতা পুলিশের প্যারেড। এক এক করে আর্ম পুলিশ, কলকাতা ট্র্যাফিক পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ-এর প্রদর্শন করেন তারা। সারিবদ্ধ হয়ে ট্র্যাফিক সার্জেন্টরা নিজেরদের বাইক নিয়ে তাদের কুশলতা দেখান। এছাড়া মুখ্যমন্ত্রী জল ধরো জাল ভারো-সহ বেশ কিুটা ট্যাবলো নিয়ে আসা হয় রেড রোডে। শেষে পাহাড়ি লোকগীতির উপরে নাচ-গান ও সুন্দরবনের সবুজ রক্ষা ও বাঘ সংরক্ষণ নিয়ে অনুষ্ঠান পরিবেশিত হয়।

spot_img

Related articles

কুণালে হাত ধরে ‘অরণ্যবহ্নি রানি শিরোমণি’ বইয়ের প্রচ্ছদ প্রকাশ

তাঁর লেখা 'রানি সাহেবা' বইয়ের মাধ্যমে চুয়াড় বিদ্রোহের নেত্রী রানি শিরোমণিকে আবার পাদপ্রদীপের নিয়ে এসেছিলেন প্রাক্তন সাংসদ তথা...

বাংলা সম্পর্কে সংসদে অসত্য বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী! তীব্র ধিক্কার দোলাদের

রাজ্যসভায় সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিলের উপর আলোচনার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হল।...

সন্দেশখালি কাণ্ডে আরও চাপে শেখ শাহজাহান! হাইকোর্টে বিস্ফোরক রিপোর্ট সিবিআইয়ের

আরও বিপাকে সন্দেশখালির শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠরা। কলকাতা হাইকোর্টে জমা দেওয়া সিবিআই–এর সর্বশেষ অনুসন্ধানী রিপোর্টে দাবি করা...

আর জি কর চিকিৎসক অনিকেত মামলায় নতুন মোড়! সুপ্রিম কোর্টে রাজ্যের এসএলপি

আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ অনিকেত মাহাতোর যোগদান সংক্রান্ত মামলায় নয়া মোড়। আগামী ৮ই ডিসেম্বর এই...