৩১ তম মালদা জেলা বই মেলার দ্বিতীয় সন্ধ্যায় প্রকাশিত হলো ‘প্রত্যয়’ নামক দেওয়াল পত্রিকার সপ্তম সংখ্যা। ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি ২৫ তম বই মেলায় পথচলা শুরু হয় প্রত্যয়ের। বিগত বছরগুলোতে প্রয়াত বিভিন্ন গুনীজনদের শ্রদ্ধা জানিয়ে ছিল তাঁরা। তাদের এবারের বিষয় ছিল উনিশ এর আনন্দ ও বিষাদ। এই সংখ্যায় লিখেছেন জীবন কুমার সরকার,এষা চক্রবর্তী,মানসী পোদ্দার ও প্রত্যয় সম্পাদক রাজদীপ বসু। অনুলিখনে সুনির্মল বসু।
