অবশেষে মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসই কিছুক্ষনের জন্য মিলিয়ে দিল দু’জনকে। রবিবার রেড রোডে কুজকাওয়াজ শেষে নিজের মঞ্চ থেকে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় ২ মিনিট-এর মতো দু’জজনের মধ্যে সৌজন্য বিনিময় হয়। হাসি মুখেই রাজ্যপালের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের ফার্স্ট লেডি সুদেশ ধনকড়-এর সঙ্গেও কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
