আজ দ্বিতীয় টি-২০ ম্যাচ

0
3

আজ ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ। অকল্যান্ডে প্রথম ম্যাচে ২০০রান তাড়া করে ভারত যেভাবে এক ওভার বাকি থাকতেই ম্যাচ হেলায় জিতেছে, তারপর আত্মবিশ্বাস তুঙ্গে। প্রথম ম্যাচের পর স্পট লাইট সবটাই শ্রেয়স আয়ার আর রাহুলের উপর। দুজনের দুর্ধর্ষ ইনিংসে ভর করেই ম্যাচ জিতেছে ভারত। শ্রেয়সে আপ্লুত ভারতীয় কোচ রবি শাস্ত্রী তো তাকে ‘জাদুকর’ বলতে শুরু করেছেন। ভারত প্রথম ম্যাচের দলই অপরিবর্তিত রাখছে। তবে ফিল্ডিং আর বোলিং কিন্তু ভাবাচ্ছে বিরাটকে। সে দিকে নজর থাকছেই। পাল্টা নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতে মরিয়া। উইলিয়ামসন বলছেন বোলারদের আরও দায়িত্ব নিতে হবে। সোধিকে পারফর্ম করতে হবে। ব্যাটিং নিয়ে অবশ্য কিউই অধিনায়ক ব্যাটসম্যানদের উপর সন্তুষ্ট।