আমজনতার কাছে সঠিক তথ্য-পরিসংখ্যান পৌঁছে দেওয়ার পরামর্শ অভিজিতের, কিন্তু কেন?

ভারতীয় অর্থনীতির দুরবস্থা নিয়ে ফের মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।তাঁর মতে, ভারতের অর্থনীতি সম্পর্কে সাধারণ মানুষের আস্থাটাই নড়বড়ে হয়ে গিয়েছে। গাড়ি বিক্রি না-হওয়া যার অন্যতম বড় লক্ষণ। রবিবার রাজস্থানে একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন । সেই সঙ্গে বললেন, দেশের ব্যাঙ্কিং শিল্প তীব্র সঙ্কটে। কিন্তু তাকে চাঙ্গা করে তোলার জন্য ত্রাণ দেওয়ার মতো অবস্থায় নেই সরকার। তিনি জানিয়েছেন , শহর ও গ্রামীণ ক্ষেত্র পরস্পরের উপর নির্ভরশীল। তাই শ্লথ অর্থনীতি দেশে দারিদ্র কমানোর ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে।
তাঁর সাফ কথা , কেন্দ্র যদি আরও লগ্নি চায় এবং আন্তর্জাতিক অর্থনীতিতে আরও সম্পৃক্ত হতে চায়, তা হলে আমজনতার কাছে তাদের সঠিক তথ্য-পরিসংখ্যান পৌঁছে দিতে হবে।’

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleআজ থেকে ছাত্র যুব সম্মেলন শুরু মমতার