Monday, August 25, 2025

ইউরোপীয় ইউনিয়ন সংসদে CAA বিরোধী প্রস্তাব পাশের তোড়জোড়, কড়া প্রতিক্রিয়া জানাল ভারত

Date:

ইউরোপের ২৮ টি দেশের গোষ্ঠী ইউরোপীয় ইউনিয়নের সংসদে ভারতের CAA বিরোধী প্রস্তাব পাশ করানোর চেষ্টা সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানালো দিল্লি। এটি ভারতের নির্বাচিত সংসদ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর হস্তক্ষেপের চেষ্টা বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় সরকার। এধরনের প্রস্তাব পাশের উদ্যোগ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা বলে মনে করে কেন্দ্র। ভারতের সংসদে পাশ হওয়া আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা থেকে বিরত থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছে ভারত।

প্রসঙ্গত, বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সংসদে বুধবার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের উপর প্রস্তাব পেশ হবে। দীর্ঘ আলোচনার পর ভোটাভুটি হওয়ার কথা। ইউরোপীয় ইউনিয়ন সংসদের ৭৫১ জন সদস্যের মধ্যে ৬২৫ জন সদস্য CAA ও কাশ্মীর সংক্রান্ত ৬ টি প্রস্তাব এনেছেন। ভারতের নাগরিকত্ব আইনকে বিভেদমূলক ও মানবতাবিরোধী বলা হয়েছে। এই আইনের ফলে অসংখ্য দেশহীন নাগরিক তৈরি হওয়ার আশঙ্কা করেছেন ইউরোপীয় ইউনিয়ন সংসদের সদস্যরা। পাল্টা প্রতিক্রিয়ায় ভারত বলেছে, আইনের নির্যাস সম্পর্কে ভুল ব্যাখ্যা হচ্ছে। এই আইন নাগরিকদের দেশছাড়া করার আইন নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। প্রতিবেশী তিনদেশে ধর্মীয় কারণে যাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, তাদের জন্য CAA। এই আইনে বিভেদের স্থান নেই। ভারতের আইনসভার দুই কক্ষে দীর্ঘ আলোচনা ও বিতর্কের পর এই আইন পাশ হয়েছে।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version