Tuesday, August 26, 2025

দিল্লির ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে বিজেপি আর AAP-এর দ্বৈরথ৷ এবার এক ভিডিও-বার্তায় অমিত শাহের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ্র কেজরিওয়াল।

ভোট প্রচারে কেজরির বিরুদ্ধে নানা অভিযোগ আনছে বিজেপি। গত ৫ বছরে দিল্লির কোনো উন্নয়ন হয়নি ইত্যাদি অভিযোগে সরব বিজেপি। আর সব অভিযোগই একের পর এক তথ্য দিয়ে খণ্ডন করছেন কেজরি।

নতুন ভিডিও-বার্তায় কেজরি সরাসরি অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, “দিল্লির মানুষকে আপমান করা বন্ধ করুন। গত পাঁচ বছরে দিল্লির ২ কোটি মানুষ এক সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজেদের জীবনযাত্রা উন্নত করেছেন। হাসপাতাল, স্কুল এবং বিভিন্ন বাড়িতে সঠিক বিদ্যুৎ আর জলের পরিষেবা তাঁরাই নিশ্চিত করেছেন। কিন্তু অমিত শাহ কী করছেন? উনি আসছেন আর দিল্লির মানুষের এই সংগ্রাম নিয়ে ঠাট্টা করে চলে যাচ্ছেন।”
কেজরির বক্তব্য, “কিছু দিন আগে একটি সভায় শাহ বলেছিলেন আমদের কথা দেওয়া সত্ত্বেও না কি দিল্লির কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা বসেনি। পরের দিনই তাঁর ওই বক্তৃতার সিসিটিভি ফুটেজ দিল্লির মানুষ অমিত শাহের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা শহরে লক্ষাধিক সিসিটিভি বসিয়েছি।” ওদিকে, অমিত শাহের অভিযোগ ছিল গত ৫ বছরে দিল্লিতে শিক্ষার মান ক্রমশ পড়ে গিয়েছে। এই অভিযোগের পালটা কেজরি বলেন, “দিল্লির সরকারি স্কুলগুলিতে এ বার সাফল্যের হার ৯৬ শতাংশ। আর এর জন্য কৃতিত্ব প্রাপ্য শহরের ১৬ লক্ষ স্কুলপড়ুয়া আর তাঁদের বাবা-মায়ের।”
দিল্লির ৪০০ পড়ুয়া IIT-তে ভরতি হতে চলেছেন এ বার, সেই কথাও জানান কেজরি। তাঁর কথায়, “এখন গরিবরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হওয়ার স্বপ্ন দেখেন। আর আপনি কী করছেন, তাঁদের পরিশ্রমকে ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন?”

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version