Monday, December 8, 2025

KMC VOTE 58 : তৃণমূল প্রার্থী-ই ফ্যাক্টর

Date:

Share post:

কলকাতা পুরসভার খসড়া সংরক্ষণ তালিকায় ৫৮ নম্বর ওয়ার্ডটিকে তফশিলিদের জন্য সংরক্ষিত করা হয়েছে৷

জানা গিয়েছে, তাতে চূড়ান্ত তালিকায় এর কোনও হেরফের হচ্ছে না৷ এই ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এখন মেয়র পারিষদ৷ ওয়ার্ডটি সংরক্ষিত হলে তিনি আর প্রার্থী হতে পারবেন না৷ স্বপন সমাদ্দার এর আগে ফুলবাগান-কাঁকুড়গাছি সংলগ্ন ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন৷ ৫৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর শম্ভুনাথ কাউ ২০১৩ সালে এক তৃণমূল কর্মী খুনের মামলায় গ্রেফতার হন৷ দল তাঁকে বহিষ্কার করে৷ তৎকালীন মেয়র 58 নম্বর ওয়ার্ডের পুর-পরিষেবার কাজ তদারকির দায়িত্ব দেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারকে৷ তখনই প্রথম স্বপন যুক্ত হন ৫৮ নম্বর ওয়ার্ডের সঙ্গে৷ ওদিকে ২০১৫ সালের পুরভোটে স্বপনের ৩০ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষিত হয়ে যায়৷ ফলে ওয়ার্ডহীন স্বপন সমাদ্দারকে পুনর্বাসন দেওয়া হয় বাসস্থান থেকে অনেক দূরের ৫৮ নম্বর ওয়ার্ডে৷
এদিকে এবার ৫৮ নম্বর ওয়ার্ডও সংরক্ষিত হওয়ায় স্বপন প্রার্থী হতে পারছেন না৷ ফলে ৫৮-তে তৃণমূলকে এবার নতুন প্রার্থী দিতে হবে৷ এই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দাবি, পুরভোটে এই ওয়ার্ডের কাউকে প্রার্থী করা হোক৷ এলাকায় জল্পনা চলছে একাধিক নাম নিয়ে৷ এলাকায় ঘুরলেই কানে আসবে, অন্য এক ওয়ার্ডের কাউন্সিলর, এবার তার ওয়ার্ডও সংরক্ষনের কোপে পড়ছে, সেই কাউন্সিলর এই ৫৮-তে প্রাথী হতে তৎপর হয়েছেন৷ স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, ৫৮ নম্বর ওয়ার্ডকে কি তৃণমূলের “পুনর্বাসন” কেন্দ্র ? এলাকার নেতা-কর্মীরা বছরের পর বছর প্রার্থী হওয়ার সুযোগই পাবে না?

লোকসভা ভোটে ৫৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে৷ বিজেপি এই ওয়ার্ডে যে জাঁকিয়ে বসেছে, তা লোকসভা ভোটের ফলাফলেই প্রমানিত৷ এই পরিস্থিতিতে ৫৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বাছাইয়ের বিষয়টি বড়সড় ফ্যাক্টর হতে পারে৷
ওয়ার্ড ফের দখলে আনতে মরিয়া কর্মীরা৷ তবে, পুরো বিষয়টি নির্ভর করছে দলের প্রার্থী কে হবেন, তার ওপর৷ বিজেপিও লোকসভার ভোটের ফল ধরে রাখতে মরিয়া৷ ক্ষুব্ধ নেতা-কর্মীর সংখ্যা বাড়লে লাভ বিজেপির৷ বিজেপি নিশ্চিত, তৃণমূলের প্রার্থীর নাম ঘোষনা হলে ক্ষোভের সঞ্চার হবেই৷ আর ওই ‘হতাশ’ তৃণমূল কর্মী- নেতারা প্রকাশ্যে না হোক, গোপনে তাদেরই পাশে থাকবে৷

spot_img

Related articles

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...