বেলেঘাটায় শিশু খুনের ঘটনায় অভিযুক্ত মা সন্ধ্যা জৈনকে আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল শিয়ালদহ আদালত। তবে মানবিকতার খাতিরে এদিন আদালতে সন্ধ্যা জৈনের হয়ে সওাল করার জন্য কোনও আইনজীবী দাঁড়াননি। পাশাপাশি, একইসঙ্গে আজকের দিনটিকে ‘মাতৃত্বের কালো দিন’ বলে উল্লেখ করেন সরকার পক্ষের আইনজীবী। ২ মাসের শিশু খুনের ঘটনার নৃশংসতার বিবরণ শুনে এদিন বিচারপতিও বিস্মিত হয়ে যান। একজন মা কীভাবে তার দুধের শিশুকে এভাবে হত্যা করতে পারে? হতবাক আদালত।

আরও পড়ুন-জয়বীরের কটাক্ষ ফিরিয়ে দিলেন আদনান
