সামুদ্রিক প্রাণী নয়, করোনা ছড়াচ্ছে বাদুড় থেকেই : রিপোর্ট

হঠাৎই নোভেল করোনা ভাইরাস আতঙ্কে ভুগছে চিন থেকে ভারতবাসী প্রত্যেকে। এখনও পর্যন্ত চিনে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৮০ জন। এই রোগের লক্ষণ, জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপরে শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

উল্লেখযোগ্য, প্রথমে সামুদ্রিক প্রাণী থেকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর খবর মিললেও এখন জানা যাচ্ছে, বাদুড়ই এই রোগের প্রাথমিক উৎস। উল্লেখ্য, ২০০২ সালে বন্য এবং অদ্ভূতদর্শন জন্তু থেকে সার্স ছড়িয়েছিল মানুষে। আর মার্স ছড়িয়েছিল উট থেকে মানুষে। এই দুটি ক্ষেত্রেই রোগের প্রাথমিক উৎস সম্ভবত ছিল বাদুড়ই।

কীভাবে করোনা ভাইরাস ছড়াল চিনের ইউয়ান-এ?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইউয়ানের সামুদ্রিক প্রাণী এবং মাছের বাজার খুব বড়। সেখানে সাপও বিক্রি হয় থাকে। বাদুড়কে সেখানে সাপ খায়। তাই সম্ভবত বাদুড় থেকে করোনা সংক্রামিত হয়েছিল সাপে। সেই সাপ খেয়ে তা মানুষে ছড়ায় ।

Previous article‘ছপাক’-কে ছাপিয়ে ‘তানাজি’ ২৫০কোটির দিকে
Next articleKMC vote 13: তৃণমূল কাউন্সিলর পারবেন ভাঁটার টান রুখতে?