নজরুল মঞ্চ ছাড়লেন রাজ্যপাল, বন্ধ হল পড়ুয়াদের বিক্ষোভও

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। পড়ুয়াদের বিক্ষোভে রাজ্যপাল তথা উপাচার্যকে শুধু মঞ্চেই যে উঠতে দেওয়া হল না তাই নয়, তাঁকে নজরুল মঞ্চ ছেড়ে চলে যেতে হল। তারপরেই শুরু হল সমাবর্তন অনুষ্ঠান। মঞ্চে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কথা দিতে হল যে রাজ্যপাল মঞ্চে উঠবেন না। আমাকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ‘ডিলিট’ দিতে দাও। তিনি অনেক দূর থেকে এসেছেন। এরপরেই অভিজিতের নামে স্লোগান ওঠে।তাঁর নামে জয়ধ্বনি দেওয়া হয়। কিন্তু তাতেই বিক্ষোভ থামেনি। কর্তৃপক্ষকে কথা দিতে হল রাজ্যপাল নজরুল মঞ্চ থেকে বেরিয়ে গেলেই তাঁরা চুপ করে যাবেন। তারপরেই রাজ্যপাল বেরিয়ে যান। থেমে যায় প্রতিবাদ।

আরও পড়ুন-শিক্ষকদের নিজের জেলায় নিয়োগ করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর