Thursday, December 18, 2025

অমিত শাহ চেয়েছিলেন বলেই ওকে দলে নিয়েছিলাম, চাইলে চলে যেতে পারেন, এবার পিকে-কে দরজা দেখালেন নীতীশ

Date:

Share post:

বিজেপি নেতা অমিত শাহের কথাতেই প্রশান্ত কিশোরকে জেডিইউতে নিয়েছিলাম। সাংবাদিকদের একথা প্রকাশ্যে জানালেন দলের সুপ্রিমো ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই সঙ্গে এই ভোট কৌশলী নেতার কাজকর্মে তুমুল ক্ষোভ প্রকাশ করে কার্যত তাঁকে দরজা দেখিয়ে দিলেন। প্রশান্ত কিশোর ওরফে পিকের সাম্প্রতিক নানা মন্তব্যে নীতীশ এতটাই অসন্তুষ্ট যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন, যেতে চাইলে চলে যেতে পারেন। ওকে কেউ আটকাবে না।

বস্তুত দলের রাজ্যসভার সাংসদ পবন ভার্মার পর এবার দলের সহ সভাপতি প্রশান্ত কিশোর হলেন দ্বিতীয় ব্যক্তি, যাকে দল ছাড়ার রাস্তা দেখিয়ে দিলেন স্বয়ং জেডিইউ সভাপতি নীতীশই। নাগরিকত্ব আইন নিয়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে পবন ও প্রশান্ত দুজনেই সিএএ-র লাগাতার সমালোচনা করেছেন এবং এই বিষয়ে নীতীশের সিদ্ধান্তকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন। দলের সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনায় নীতীশকে প্রকারান্তরে মিথ্যাবাদীও বলেছেন এই দুই নেতা। নাগরিকত্ব আইন নিয়ে নীতীশ ও দলের সিদ্ধান্তের কড়া সমালোচনার পাশাপাশি পিকে তাঁর লাগাতার ট্যুইটে বিজেপিকেও কড়া আক্রমণ করছিলেন। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দলের নীচুতলায় প্রায় জনসংযোগহীন পিকের এইসব ট্যুইটে বিহারে এনডিএর দুই শরিক জেডিইউ ও বিজেপির সম্পর্কে অবনতি হওয়ার উপক্রম। অবশেষে মঙ্গলবার নীতীশকুমার প্রকাশ্যে স্পষ্ট করলেন পিকের কাজকর্ম তিনি শুধু যে অনুমোদন করছেন না তাই নয়, তাঁকে দলে রাখতেও তিনি আর উৎসাহী নন।

একদা তাঁর ঘনিষ্ঠ প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে এদিন নীতীশকুমার এও বলেন, উনি অনেক রাজনৈতিক দলের হয়ে কাজ করেন। এখন হয়তো দল ছাড়ার ইচ্ছে হয়েছে! চাইলে চলে যেতে পারেন। ওকে আটকাবেনা কেউ।

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...