কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাদবপুরের ছায়া

বেনজির। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো পরিস্থিতির মুখোমুখি হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন নজরুল মঞ্চে রাজ্যপালের গাড়ি প্রবেশ করাত সঙ্গে সঙ্গেই তাঁর গাড়ি ঘিরে নেয় পড়ুয়ারা। পড়ুয়াদের বক্তব্য, রাজ্যপাল, সিএএ, এনআরসি, এনপিআর -এর সমর্থক রাজ্যপাল। তাই তাঁকে আমরা তাঁকে প্রবেশ করতে দেব না। চলে ‘গো ব্যাক’ স্লোগান। রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা পড়ুয়াদের সামলাতে নাকাল হন। বহু চেষ্টার পর রাজ্যপাল গাড়ি থেকে নেমে নজরুল মঞ্চে ঢুকে পড়েন। এরপর অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসে প্রতিবাদ শুরু হয়। মঞ্চে নেই মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর চেয়ারও। দুপুর একটা পর্যন্ত রাজ্যপাল মঞ্চে আসেননি। রয়েছেন গ্রিন রুমে।মূল অনুষ্ঠান শুরু করা যায়নি।