ভারতীয়দের চিন থেকে ফিরিয়ে আনতে তৈরি এয়ার ইন্ডিয়ার বিমান

0
3

চিন থেকে ভারতে ক্রমশ ছড়াচ্ছে নোভেল করোনা ভাইরাস। বহু লোক মারা গিয়েছে চিনে। শোনা যাচ্ছে, বাদুড় থেকেই ক্রমশ ছড়াচ্ছে করোনা ভাইরাস। ইতিমধ্যে চিনে করোনাভাইরাসে আতঙ্কগ্রস্ত ভারতীয়দের দেশে আনার উদ্যোগ নিল কেন্দ্র। সূত্রের খবর, মুম্বই থেকে চিনের উহান প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবে এয়ার ইন্ডিয়ার ৪২৩ আসনের জাম্বো বিমান। উদ্ধার করে আনা হবে আতঙ্কগ্রস্ত ভারতীয়দের। বিদেশমন্ত্রক ও স্বাস্থ্য বিভাগ থেকে জরুরি অনুমতি পাওয়ার পরই এই বিশেষ বিমানটি চিনের উদ্দেশ্যে রওনা দেবে।

বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পেলেই এই বিমানে করে উহান শহরে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে। ২৫০ জন ভারতীয়কে চিন থেকে এ দেশে নিয়ে আসতে হবে।

জানা গিয়েছে, ভারত থেকে চিনে ডক্টরেট করতে যায় দেশের ছাত্রদের একটা বড় অংশ। উহান প্রদেশে করোনো ভাইরাসের আতঙ্কে বর্তমানে যাঁরা গৃহবন্দী। সোমবার মন্ত্রীসভায় এ নিয়ে বৈঠকের পর সরকার সিদ্ধান্ত নেয় যে ইউহান প্রদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।