হ্যামিল্টনে হ্যামলিনের বাঁশি রোহিতের, টাই, সুপার ওভার, সিরিজ

হ্যামিল্টনে সুপার ম্যাচ। যে ম্যাচ এক সময় মনে হচ্ছিল কিউই অধিনায়ক তাঁর সুপার ব্যাটিংয়ে অনায়াসে জিতে নেবেন, সেই ম্যাচের শেষ চার বলে রঙ বদলে দিলেন মহম্মদ শামি। ২টি উইকেট নিয়ে ম্যাচ টাই। শুরু সুপার ওভার। আবার উইলিয়ামসন। সুপার ওভারে ১৭রান করলেন মার্টিন গ্যাপ্টিলকে নিয়ে উইলিয়ামসন। অর্থাৎ ভারতকে জিততে গেলে করতে হবে ১৮। কিন্তু হিটম্যান রোহিত শর্মা থাকলে যে কোনও সুপার ওভার ইজ সেম ওভার। রাহুলকে নিয়ে নামলেন, এবং শেষ দুবলে পরপর দুটো ছক্কা মেরে জয় নিশ্চিত। রোহিত যেন হ্যামলিনের বাঁশিওয়ালা।

হ্যামিল্টনে শুধু ভারত ম্যাচ জিতল তাই নয়, সিরিজ জিতল। এই প্রথম নিউজিল্যান্ডে ভারত কোনও টি-২০সিরিজ জিতল। এই প্রথম সুপার ওভার খেলল ভারত। ফলে বাকি দুটি ম্যাচে ভারত যে কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে তা বলার অপেক্ষা রাখে না। নিউজিল্যান্ড কিন্তু ভারতের ১৮০ রানের টার্গেট সামনে রেখে গ্যাপ্টিল আর উইলিয়ামসন টানলেন। গ্যাপ্টিল (৩১) আউট হতে শেষ দিকে রস টেলারকে সঙ্গে নিয়ে ম্যাচ টেনে নিয়ে গেলেন। যখন মনে হচ্ছে জেতা শুধু সময়ের ব্যাপার, ঠিক তখনই ছন্দ পতন। পরপর আউট উইলিয়ামসন ৯৫ রস টেলার। তারপর শামির গেম চেঞ্জার ওভার। ম্যাচ টাই। সুপার ওভার। হিটম্যান জেতালেন ম্যাচ। তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।

Previous article“উনি জন্তু-জানোয়ারের থেকেও অধম, মানুষ নামের অযোগ্য!” দিলীপের কড়া সমালোচনায় পার্থ
Next articleবহিষ্কৃত ভোট-কুশলী পিকে