Monday, November 17, 2025

প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দিলেন নীতীশ, জেডিইউ বলল ওই ব্যক্তি করোনাভাইরাসের মত!

Date:

জল্পনাটাই সত্যি হল। লাগাতার দলের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা ও নীতীশকুমারের সমালোচনা করার দায়ে জেডিইউ সহ সভাপতি ও ভোট-কৌশলী প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করলেন নীতীশকুমার। একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে দলের রাজ্যসভা সাংসদ পবন ভার্মাকেও।

বুধবার প্রশান্ত কিশোরের বহিষ্কারের পর অধিকাংশ জেডিইউ নেতা স্বস্তিপ্রকাশ করে এই সিদ্ধান্তের জন্য দলের সভাপতি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারকে ধন্যবাদ জানিয়েছেন। জেডিইউ নেতা অজয় আলোক এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, দলে থেকে
করোনাভাইরাসের মত জেডিইউর ক্ষতি করছিলেন প্রশান্ত কিশোর। তাঁকে বের করে দেওয়ায় দলের উপকার হবে। এরপর তিনি যে দলের সঙ্গে যুক্ত হবেন সেখানেই করোনাভাইরাসের মত ধ্বংস করবেন। প্রশান্ত কিশোর মোদিজির বিশ্বাসভঙ্গ করেছেন, নীতীশজিরও বিশ্বাসভঙ্গ করলেন। তিনি আপের জন্য কাজ করেন, রাহুল গান্ধীকে ফোন করেন, মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। তাঁর কীসের বিশ্বাসযোগ্যতা?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজের বাণিজ্যিক সংস্থার স্বার্থপূরণের জন্য নীতীশকুমারের উপর চাপ তৈরি করছিলেন প্রশান্ত কিশোর। তিনি নিজে যেহেতু দিল্লির ভোটে কেজরিওয়াল ও আপের হয়ে কাজ করছেন তাই তিনি চাইছিলেন নাগরিকত্ব আইন নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এর বিরোধিতা করুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তাহলে দিল্লিতে বসবাসকারী বিহারি ভোটারদের সমর্থন আপের পক্ষে নিয়ে আসা তাঁর পক্ষে সহজ হবে। কিন্তু পিকের চাপের কাছে নতিস্বীকার না করে নীতীশ দিল্লির ভোটে বিজেপিকে সমর্থনের ঘোষণা করেন এবং জানান সিএএ সমর্থন করছে জেডিইউ। এরপরই প্রশান্ত কিশোর চড়া সুরে নীতীশকে আক্রমণ করে ট্যুইট শুরু করেন। মঙ্গলবার জেডিইউর বৈঠকের পর ক্ষিপ্ত নীতীশ বলেন, উনি দল ছাড়তে চাইলে ছাড়তে পারেন, কেউ আটকাবে না। এই মন্তব্যের পর নীতীশকে পাল্টা ট্যুইটে ফের আক্রমণ করেন পিকে। তার 24 ঘণ্টার মধ্যেই একদা ঘনিষ্ঠ ও দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে ঘাড়ধাক্কা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version