Saturday, August 23, 2025

প্রশান্ত কিশোরকে দল থেকে বের করে দিলেন নীতীশ, জেডিইউ বলল ওই ব্যক্তি করোনাভাইরাসের মত!

Date:

জল্পনাটাই সত্যি হল। লাগাতার দলের সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা ও নীতীশকুমারের সমালোচনা করার দায়ে জেডিইউ সহ সভাপতি ও ভোট-কৌশলী প্রশান্ত কিশোরকে দল থেকে বহিষ্কার করলেন নীতীশকুমার। একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে দলের রাজ্যসভা সাংসদ পবন ভার্মাকেও।

বুধবার প্রশান্ত কিশোরের বহিষ্কারের পর অধিকাংশ জেডিইউ নেতা স্বস্তিপ্রকাশ করে এই সিদ্ধান্তের জন্য দলের সভাপতি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমারকে ধন্যবাদ জানিয়েছেন। জেডিইউ নেতা অজয় আলোক এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেছেন, দলে থেকে
করোনাভাইরাসের মত জেডিইউর ক্ষতি করছিলেন প্রশান্ত কিশোর। তাঁকে বের করে দেওয়ায় দলের উপকার হবে। এরপর তিনি যে দলের সঙ্গে যুক্ত হবেন সেখানেই করোনাভাইরাসের মত ধ্বংস করবেন। প্রশান্ত কিশোর মোদিজির বিশ্বাসভঙ্গ করেছেন, নীতীশজিরও বিশ্বাসভঙ্গ করলেন। তিনি আপের জন্য কাজ করেন, রাহুল গান্ধীকে ফোন করেন, মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন। তাঁর কীসের বিশ্বাসযোগ্যতা?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নিজের বাণিজ্যিক সংস্থার স্বার্থপূরণের জন্য নীতীশকুমারের উপর চাপ তৈরি করছিলেন প্রশান্ত কিশোর। তিনি নিজে যেহেতু দিল্লির ভোটে কেজরিওয়াল ও আপের হয়ে কাজ করছেন তাই তিনি চাইছিলেন নাগরিকত্ব আইন নিয়ে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এর বিরোধিতা করুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার। তাহলে দিল্লিতে বসবাসকারী বিহারি ভোটারদের সমর্থন আপের পক্ষে নিয়ে আসা তাঁর পক্ষে সহজ হবে। কিন্তু পিকের চাপের কাছে নতিস্বীকার না করে নীতীশ দিল্লির ভোটে বিজেপিকে সমর্থনের ঘোষণা করেন এবং জানান সিএএ সমর্থন করছে জেডিইউ। এরপরই প্রশান্ত কিশোর চড়া সুরে নীতীশকে আক্রমণ করে ট্যুইট শুরু করেন। মঙ্গলবার জেডিইউর বৈঠকের পর ক্ষিপ্ত নীতীশ বলেন, উনি দল ছাড়তে চাইলে ছাড়তে পারেন, কেউ আটকাবে না। এই মন্তব্যের পর নীতীশকে পাল্টা ট্যুইটে ফের আক্রমণ করেন পিকে। তার 24 ঘণ্টার মধ্যেই একদা ঘনিষ্ঠ ও দলের সহ সভাপতি প্রশান্ত কিশোরকে জেডিইউ থেকে ঘাড়ধাক্কা দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশকুমার।

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...
Exit mobile version