হাওয়া অফিসে পূর্বাভাস মিলে গেল । একেবারে ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। শহরে দাপট অনেকটা বেশি হলেও পশ্চিমাঞ্চল আর মধ্যবঙ্গের জেলাগুলিতে দাপট কিছুটা কম। তবুও সরস্বতী পুজোর সকাল থেকে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের মোটামুটি সর্বত্র। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছিল। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছিল। বুধবার সকাল থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়।
মূলত মাঝারি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে অল্প সময়ের জন্য কোথাও কোথাও ভারী বৃষ্টিও হচ্ছে। সেই সঙ্গে বইছে দমকা হাওয়াও।
তবে মাঝেমধ্যে রোদের দেখা মেলায় খুশি পড়ুয়ারা ।