বিষ্ণুপুরের এসডিপিও প্রিয়ব্রত বক্সির নামে গ্রেফতারি পরোয়ানা। আদালতে হাজিরার নির্দেশ সত্ত্বেও আদালতে উপস্থিত না হওয়ায় এই নির্দেশ। প্রিয়ব্রত বক্সি বেআইনি অর্থলগ্নি সংস্থা পিনকনের তদন্তকারী আধিকারিক ছিলেন। এই তদন্তের স্বার্থেই তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তিনি না আসায় বৃহস্পতিবার আদালত গ্রেফতারির নির্দেশ দিয়ে ১ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করার নির্দেশ দেয়।
