তীব্র ভূমিকম্পে কাঁপল জামাইকা ও কিউবা

ভূমিকম্পের কবলে জামাইকা ও কিউবা৷ মঙ্গলবার জামাইকা থেকে ৮০ মাইল দূরে, লুসিয়ায় মারাত্মক ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে , ভূমিকম্পের পর ওই এলাকায় পর পর আফটার শক হয়৷ রিখটার স্কেলের আফটার শকের মাত্রা ছিল ৬.১। এর ফলে আতঙ্কিত হয়ে মানুষ রাস্তায় নেমে পড়েন৷
নে৷ যার জেরে মৃত্যু হয় কমপক্ষে ১৮ জনের।
সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী
সুলেমান সোইলু বলেছেন, কম্পনের ফলে বেশকিছু বিল্ডিং ধসে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

Previous articleপ্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে  ইতিহাস গড়লেন বালা দেবী, কেন জানেন?
Next articleব্রেকফাস্ট নিউজ