নাগরিকত্ব আইন নিয়ে লাগাতার বিক্ষোভ-প্রতিবাদের আবহে সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে সংসদের সর্বদল বৈঠকে মোদি বললেন, সরকার খোলা মনে সব বিষয়ে আলোচনায় রাজি। নাগরিকত্ব আইন থেকে পিছু হঠার প্রশ্ন নেই বলে যখন প্রচার চালাচ্ছেন বিজেপি নেতারা, তখন আলোচনার বার্তা দিয়ে মোদির বক্তব্য তাৎপর্যপূর্ণ।
সংসদের এই অধিবেশনে ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রথম দফায় অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। কিছুদিনের বিরতি দিয়ে ফের অধিবেশন শুরু হবে ২ মার্চ। চলবে ৩ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন-মোদিজি রাম, অমিত শাহ হনুমান, স্তুতির নয়া রেকর্ড শিবরাজ চৌহানের