ফের আগামী সপ্তাহে হতে পারে বৃষ্টি। আর তার জেরে ফের পারদ নামতে পারে কয়েক ডিগ্রি। শুক্রবার ছিল রোদের মধ্যেই ঠাণ্ডা। শনিবার পারদ নামল আরও ২ডিগ্রি, অর্থাৎ ১৩ডিগ্রি। সকালে তাপমাত্রা ছিল ১৩.৫ডিগ্রি সেলসিয়াস। আপাতত আবহাওয়া এইরকমই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। ফলে সপ্তাহান্তে শীতের দাপট জারি রইল। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে।

আরও পড়ুন-বাজেটে জেটলিকে শ্রদ্ধাজ্ঞাপন নির্মলার
