সংসদে বাজেট পেশ শুরু নির্মলা সীতারামনের: LIVE

সংসদে ২০২০-২১ অর্থিক বছরে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয় মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট।অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু বাজেট বক্তব্য বাজেটের শুরুতেই জিএসটি-র পক্ষে সাওয়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। এরফলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচার হয়েছে বলে দাবি করেন তিনি। ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে কী পদক্ষেপ করা হচ্ছে? করছাড় আছে কি না? কোন কোন জিনিসের দাম বাড়ছে? এসবদিকেই নজর থাকবে।

যা বলছেন নির্মলা সীতারামন…

  • বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
  • অরুণ জেটলির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করলেন বাজেট বক্তব্য
  • জনগণের ক্রয়ক্ষমতা যাতে বাড়ে, সে জন্যই এই জনাদেশ, বললেন নির্মলা
  • একটি টগবগে অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা: নির্মলা
  • মোদির বিপুল জনাদেশের কথা প্রথমেই স্মরণ করিয়ে দিলেন নির্মলা
  • নারীর ক্ষমতায়ন এই সরকারের অন্যতম লক্ষ্য
  • রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্র এবং রাজ্য যাতে একসঙ্গে কাজ করতে পারে সেটাই এই সরকারের লক্ষ্য
  • বিগত অর্থবর্ষে ১৫ লক্ষ নতুন করদাতা যুক্ত হয়েছে
  • জিএসটি কার্যকর হওয়ায় করের বোঝা কমেছে: নির্মলা
  • ডিজিটাল গভর্ন্য়ান্সে আমরা বিশেষ জোর দিচ্ছি
  • ‘‘২৭ কোটি মানুষকে দারিদ্রসীমার উপরে আনা গিয়েছে।’’
  • এর জন্য নতুন ১০টি উপায়ের কথা বলা হয়েছে আর্থিক সমীক্ষায়
  • একটি টগবগে অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা: নির্মলা
  • মোদির বিপুল জনাদেশের কথা প্রথমেই স্মরণ করিয়ে দিলেন নির্মলা
  • নারীর ক্ষমতায়ন এই সরকারের অন্যতম লক্ষ্য
  • রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্র এবং রাজ্য যাতে একসঙ্গে কাজ করতে পারে সেটাই এই সরকারের লক্ষ্য
  • বিগত অর্থবর্ষে ১৫ লক্ষ নতুন করদাতা যুক্ত হয়েছে
  • জিএসটি কার্যকর হওয়ায় করের বোঝা কমেছে: নির্মলা
  • ২৮৪ বিলিয়ন ডলার বিদেশি বিনিয়োগ হয়েছে
  • ১০০টি খরা পীড়িত জেলার জন্য পানীয় জলের ব্যবস্থা
  • মানুষের ক্রয় ক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে
  • ফসলের উপযুক্ত মূল্য যাতে কৃষকরা পান তার ব্যবস্থা করেছে সরকার
  • মোট ৪০ কোটি আয়করদাতা রিটার্ন ফাইল করেছে
  • কৃষিক্ষেত্রের জন্য ১৬ দফা অ্যাকশন প্ল্যান
  • ২০২২ এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে
  • ১৫ লক্ষ কৃষককে সৌরশক্তিচালিত পাম্প দেওয়া হয়েছে
  • বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
  • জনগণের ক্রয়ক্ষমতা যাতে বাড়ে, সে জন্যই এই জনাদেশ, বললেন নির্মলা
  • একটি টগবগে অর্থনীতি গড়ে তুলতে চাই আমরা: নির্মলা
  • মোদির বিপুল জনাদেশের কথা প্রথমেই স্মরণ করিয়ে দিলেন নির্মলা
  • নারীর ক্ষমতায়ন এই সরকারের অন্যতম লক্ষ্য
  • রাজনীতির ঊর্ধ্বে উঠে কেন্দ্র এবং রাজ্য যাতে একসঙ্গে কাজ করতে পারে সেটাই এই সরকারের লক্ষ্য
  • বিগত অর্থবর্ষে ১৫ লক্ষ নতুন করদাতা যুক্ত হয়েছে
  • সরকারি, বেসরকারি উদ্যোগে কিষান রেল চালু করার প্রস্তাব
  • ফসল ও সবজি নিয়ে যাওয়ার জন্য চালু হবে এই কিষান রেল
  • গ্রামের যুবকদের মৎস্যচাষে উৎসাহ দেওয়ার জন্য পদক্ষেপ ঘোষণা
  • নতুন সাগর মিত্র প্রকল্প আনছে কেন্দ্র
  • 200 লাখ টন মাছ উৎপাদন লক্ষ্য কেন্দ্রের
  • 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে চাইছি
  • ডালের উৎপাদনে স্বনির্ভর হয়েছি
  • আমরা কৃষিতে অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে পেরেছি
  • কৃষিপণ্য কেনার বিষয়ে সরকার বিশেষ এক উদ্যোগ নিয়েছেসরকারি, বেসরকারি উদ্যোগে কিষান রেল চালু করার প্রস্তাব
  • ফসল ও সবজি নিয়ে যাওয়ার জন্য চালু হবে এই কিষান রেল
  • গ্রামের যুবকদের মৎস্যচাষে উৎসাহ দেওয়ার জন্য পদক্ষেপ ঘোষণা
  • নতুন সাগর মিত্র প্রকল্প আনছে কেন্দ্র
  • 200 লাখ টন মাছ উৎপাদন লক্ষ্য কেন্দ্রের
  • 2022-এর মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে চাইছি
  • ডালের উৎপাদনে স্বনির্ভর হয়েছি
  • আমরা কৃষিতে অনেক বেশি প্রতিযোগিতামূলক হতে পেরেছি
  • কৃষিপণ্য কেনার বিষয়ে সরকার বিশেষ এক উদ্যোগ নিয়েছে
  • উদ্যোগপতিরা অর্থনীতির ক্ষেত্রে ঝড় ঝাপ্টা সামলাতে সক্ষম হয়েছেন
  • আগের থেকে ব্যাঙ্কের পরিস্থিতি অনেক ভালো
  • ডিজিটালের দিকে নজর দেওয়া হচ্ছে
  • 2030-র মধ্যে বিশ্বের বৃহত্তম জনবহুল দেশে পরিণত হবে ভারত
  • শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব অর্থমন্ত্রীর
  • পিছিয়ে পড়া মানুষদের মধ্যে উচ্চশিক্ষার গুরুত্ব
  • অনলাইন শিক্ষাব্যবস্থা চালু করতে চলেছে ৷ ডিগ্রি স্তরে পুরো অনলাইনে পড়ার সুবিধা পাবেন ছাত্রছাত্রীরা
  • জেলা স্তরের হাসপাতালগুলিকে মেডিকেল কলেজে উন্নীত করা হবে
  • শিক্ষায় প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতে গুরুত্ব
  • বৃত্তিমূলক শিক্ষায় জোর
  • আরও বেশি করে PPP মডেলে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত
  • শীঘ্রই শিক্ষা ক্ষেত্রে নতুন নীতি আনছে কেন্দ্র
  • SBI-কে আরও বেশি করে শিক্ষা ঋণ দিতে নির্দেশ
  • স্যাটে বসতে পারবেন এশিয়া-আফ্রিকার পড়ুয়ারা
  • স্কিল ইন্ডিয়া প্রকল্পে আরও 3 হাজার কোটি বরাদ্দ
  • 99 হাজার 300 কোটি বরাদ্দ শিক্ষাখাতে
  • চাকরিভিত্তিক শিক্ষায় বিশেষ গুরুত্ব
  • প্রত্যেক জেলা থেকে যাতে রপ্তানি হয়, তার জন্য এক্সপোর্ট হাব হিসেবে গড়ে তোলা হবে
  • 3 লাখ ভেন্ডর ইতিমধ্যে এর জন্য কাজ করা শুরু করেছে
  • 27 হাজার কোটি টাকা শিল্পের উন্নতির জন্য বরাদ্দ করলাম
  • নতুন পাঁচটি স্মার্ট সিটির প্রস্তাব
  • আগামী তিন বছরে 100 লাখ কোটি টাকা পরিকাঠামো খাতে বিনিয়োগ করা হবে
  • দেশি মোবাইল তৈরিতে গুরুত্ব
  • আগামী তিন বছরে 100 লাখ কোটি টাকা পরিকাঠামো খাতে বিনিয়োগ করা হবে
  • দেশি মোবাইল তৈরিতে গুরুত্ব
  • রেল স্টেশনগুলিতে ওয়াইফাই পরিষেবা চালু করা হবে
  • সৌরশক্তির সাহায্যে রেল চালানো পরিকল্পনা রয়েছে
  • তেজসের মতো আরও ট্রেন আনার পরিকল্পনা
  • বেঙ্গালুরুর আশপাশে মেট্রো তৈরি হবে
  • 2024 সালের মধ্যে আরও 6 হাজার জাতীয় সড়ক
  • 20 হাজার কিলোমিটার লাইন বিদ্যুৎ হবে
  • আমাদের তিনটি বন্দর আরও বেশি দক্ষ হওয়া দরকার
  • আরও বেশি আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর চেষ্টা করতে হবে
  • ১২টি জটিল রোগ নির্মূল করতে ইন্দ্রধনুষ প্রকল্প
  • ১১৫০০ কোটি টাকা বরাদ্দ হবে জলজীবন প্রকল্পে, বললেন নির্মলা
  • ৬৯০০০ কোটি টাকা বরাদ্দ হবে স্বাস্থ্য ক্ষেত্রে
  • প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনার জোর দেওয়া হবে
  • অনলাইনে কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা করা হবে
  • আয়ুষ্মান ভারত প্রকল্পে ১১২ টি জেলাকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
  • ২০০ লক্ষ টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে: নির্মলা
  • ‘‘রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণ করে জৈব সারের ব্যবহারে জোর’’
  • রফতানির জন্য চালু হবে কিষাণ উড়ান
  • উত্তর-পূর্ব ভারতে কৃষকদের সুবিধার জন্য কিষাণ রেল
  • কৃষিপণ্য মজুত করতে আরও হিমঘর তৈরি করা হবে
  • ফসলের উপযুক্ত মূল্য যাতে কৃষকরা পান তার ব্যবস্থা করেছে সরকার
  • কৃষিক্ষেত্রের জন্য ১৬ দফা অ্যাকশন প্ল্যান
  • ২০২২ এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে
  • আমাদের তিনটি বন্দর আরও বেশি দক্ষ হওয়া দরকার
  • আরও বেশি আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর চেষ্টা করতে হবে
  • পূণ্য গঙ্গা প্রকল্প চালু
  • প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া লক্ষ্য
  • প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে প্রতিটি বাড়িতে
  • কার কাছ থেকে বিদ্যুৎ কিনবে, তার স্বাধীনতা দেওয়া হবে গ্রাহকদের
  • বেটি বাঁচাও প্রকল্পটি বিশেষভাবে সফল হয়েছে
  • এখানে আমরা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে মেয়েদের এনরোলমেন্ট রেশিয়ো ছেলেদের থেকে বেশি হয়েছে
  • 92 শতাংশ মেয়েরা এখন স্কুলে যাচ্ছে ৷ ছেলেদের ক্ষেত্রে 87 শতাংশ
  • 59 শতাংশ মেয়ে ও 67 শতাংশ ছেলে উচ্চ বিদ্যালয়ে যাচ্ছে
  • কলকাতায় ভারতীয় জাদুঘরের উন্নয়ন করা হবে
  • রাঁচিতে হবে আদিবাসী মিউজিয়াম
  • দেশের পাঁচটি জায়গায় প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা- রাখিগড়ি (হরিয়ানা), হস্তিনাপুর (উত্তরপ্রদেশ), শিবসাগর (অসম), ধোলাবিরা (গুজরাত) আর আদিচানালুর (তামিলনাড়ু)
  • জনজাতিদের জন্য বরাদ্দ ৫৩ হাজার কোটি টাকা
  • তপশিলি উন্নয়ন খাতে বরাদ্দ ৫৮ হাজার কোটি টাকা
  • প্রবীণ নাগরিক ও পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের জন্য ৯,৫০০ কোটি টাকা বরাদ্দ
  • নতুন বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম
  • মাধ্যমিক স্তরে ছাত্রী ৯২%, ছাত্র ৮১%
  • উচ্চমাধ্যমিকে ছাত্রী ৫৯%, ছাত্র ৫৬%
  • ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ফাইবার অপটিক
  • প্রতিটি বাড়িতে বিদ্যুতের প্রিপেড মিটার
  • তিন বছরের মধ্যে এই মিটার চালু হবে
  • ২০২৪-এর মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর
  • পর্যটনে বরাদ্দ ২৫০০ কোটি টাকা বরাদ্দ
  • ২০২২-এ জি-২০ সম্মেলন আয়োজন করবে ভারত। তার জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা
  • করদাতাদের চার্টার তৈরি হবে
  • করদাতাকে বিব্রত করা যাবে না, এমনটা হলে সেটা ফৌজদারি অপরাধ: নির্মলা
  • পরিবেশকে স্বচ্ছ রাখতে চার হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ
  • এক লক্ষ থেকে বিমা বেড়ে হল ৫ লক্ষ টাকা
  • ব্যাঙ্ক গ্যারান্টি বেড়ে দাঁড়াল ৫ লক্ষ টাকা
  • ব্যাঙ্ক বন্ধ হলে বিমার সুবিধা পাবেন গ্রাহকরা
  • জম্মু-কাশ্মীরের জন্য ৩০ হাজার ৭৫৭ কোটি টাকা বরাদ্দ
  • লাদাখের জন্য বরাদ্দ ৫,৯৫৮ কোটি
  • জীবন বিমা নিগমে শেয়ারের কিছুটা অংশ বিক্রির সিদ্ধান্ত সরকারের
  • আইডিবিআই ব্যাঙ্কে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করবে সরকার
  • পেনশনের জন্য বিশেষ ট্রাস্ট গঠন
  • নতুন কোম্পানিতে কর্পোরেট কর কমছে
  • পুরনো কোম্পানিগুলোর ক্ষেত্রে কর্পোরেট 22 শতাংশ কমছে
  • আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা 10 শতাংশ
  • আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল
  • ৫ লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো আয়কর নয়
  • ৫ লক্ষ থেকে সাড়ে ৭ লক্ষ টাকা আয়- ১০ শতাংশ কর
  • সাড়ে ৭ থেকে ১০ লক্ষ টাকা আয় ১৫ শতাংশ কর
  • ১০ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা আয়- ২০ শতাংশ কর
  • সাড়ে ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়- ২৫ শতাংশ কর
  • পুরনো হারে কর দিলে মিলবে ছাড়
  • নতুন হারে দিলে কোনো ছাড় মিলবে না
  • বিদেশি বিনিয়োগের জন্য করে ছাড় থাকবে
  • 100 শতাংশ কর ছাড় দেওয়া হবে বিদেশি বিনিয়োগে
  • 3 বছরের জন্য এই ছাড় দেওয়া হবে
  • বিদেশি বিনিয়োগকারীদের উপর আরও বেশ কিছু কর ছাড় দেওয়া হবে
  • নতুন আয়করে 15 লাখের আয়ে বাঁচবে 78 হাজার টাকা
  • পুরোনো হারে কর দিতে চাইলে দেওয়া যাবে
  • দেশ জুড়ে জাতীয় কর্মনিয়োগ সংস্থা তৈরি হবে
  • বিদেশি বিনিয়োগে শর্তস্বাপক্ষে 100 শতাংশ কর ছাড় তিন বছরের জন্য
  • রাজকোষে ঘাটতি কমানো আমাদের লক্ষ্য
  • অর্থ কমিশন এই বছরের শেষের দিকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে
  • স্টক এক্সচেঞ্জগুলি অর্থনৈতিক বিলগ্নিকরণ বিশেষ ভূমিকা নেয়
  • আন্তর্জাতিক বাজারে সোনা কেনাবেচা সহজ হবে
  • IFSC-র আন্তর্জাতিক মানে পৌঁছেছে
  • 103 লাখ কোটি টাকা পরিকাঠামো নির্মাণে বরাদ্দ
  • RBI-এর সাথে পরামর্শ করে শিল্পে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত
  • কিছু কিছু ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য প্রযুক্তিগত সুবিধা দেব
  • ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য সরকার বিনিয়োগ করবে
  • কর্মচারীরাও পেনশন ফান্ড গঠন করতে পারবে
  • পেনশন ফান্ড যারা রেগুলেট করে তাদের কাজে স্বচ্ছতার জন্য পদক্ষেপ
  • ব্যাঙ্কিং ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের প্রয়োজন রয়েছে
  • ব্যাঙ্কিং ক্ষেত্রে স্বচ্ছতা দরকার
  • করকাঠামোতে পরিবর্তন আনছে কেন্দ্র
  • দ্রুত প্য়ান কার্ড দেওয়ার জন্য় নতুন পদক্ষেপ
  • এখনও পর্যন্ত 100টি ক্ষেত্রে আয়কর ছাড় মেলে
  • সেখান থেকে 70টি ক্ষেত্রকে সরিয়ে দেওয়া হচ্ছে
  • দাতব্য প্রতিষ্ঠানগুলিকে কর দিতে হবে না
  • তবে, তাদের আয়কর দপ্তরের নথিভুক্ত হতে হবে
  • GST করদাতারা সহজে রিফান্ড পাবেন
  • GST কাঠামো নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে
  • আমরা দেখেছি, আমাদের আমদানি বাড়ছে
  • রফতানি কমাতে আমরা শুল্কের উপর কিছু পরিবর্তন আনব
  • কাস্টমস শুল্ক যাতে না কমে, তার জন্য় ব্যবস্থা নেওয়া হবে
  • দেশে তৈরি জিনিসের চাহিদা বাড়ছে
  • চিকিৎসাজাত সরঞ্জামের চাহিদা বাড়ছে
  • এই উদ্যোগ প্রমাণ করে মেক ইন ইন্ডিয়া পদক্ষেপ সফল
  • বিদ্যুৎ উৎপাদনে নিযুক্ত সংস্থাগুলিতে কর্পোরেট করে কিছুটা ছাড়
  • কোম্পানিগুলিকে ডিভিডেন্ট ডিস্ট্রিবিউশন ট্যাক্স দিতে হবে না
  • স্টার্ট-আপদের টার্নওভারের সীমা ২৫ থেকে বাড়িয়ে ১০০ কোটি
  • বাজেট বক্তৃতা  শেষ করলেন নির্মলা সীতারমন
Previous articleফের বৃষ্টি? আবার নামল পারদ
Next articleআশঙ্কার কালো মেঘ দালাল স্ট্রিটে! বাজেট পেশের আগেই বিরাট পতন শেয়ার বাজারে