Sunday, November 16, 2025

নরেন্দ্র মোদি এবং ‘হালুয়া- উৎসব’

Date:

Share post:

বাজেট পেশের আগে “হালুয়া-উৎসব” হয় কেন এবার তা বোঝালেন নরেন্দ্র মোদি৷

সীতারমন বলেছেন, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়েছে৷ শুনে মধ্যবিত্ত তো খুশিতে ডগমগ৷ কিন্তু একটু খুঁটিয়ে দেখলেই দুধ আর জল আলাদা হয়ে যাচ্ছে৷
শনিবার বাজেটে আয়কর ছাড়ের খবর শুনে প্রাথমিকভাবে স্বস্তিই পেয়েছিলেন দেশের মধ্যবিত্ত বেতনভোগী শ্রেণি। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়েছে বাজেটে, এর থেকে বেশি খুশি আর কিছুতে হন না মধ্যবিত্ত বেতনভোগী শ্রেণি৷ কর প্রস্তাবে অর্থমন্ত্রী 5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও আয়কর নেই বলে জানান। 5 লক্ষ থেকে সাড়ে 7 লক্ষ টাকা আয়ে 10 শতাংশ আয়কর দিতে হবে। সাড়ে 7 থেকে 10 লক্ষ টাকা আয়ে আয়কর 15 শতাংশ । 10 থেকে সাড়ে 12 লক্ষ টাকা আয়ে 20% শতাংশ কর। সাড়ে 12 থেকে 15 লক্ষ টাকা আয়ে 25 শতাংশ কর।

কিন্তু তখনও ধরা যায়নি, সীতারমনের এই ঘোষণার পিছনের দিকটা৷ মোদি সরকারের জাগলারি ঠিক এর পর থেকেই৷

সীতারমন-প্রস্তাবিত নতুন আয়কর বিধির সুবিধে নিতে চাইলেই ধরা যাচ্ছে, অর্থমন্ত্রীর এই কর-ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধি কতখানি ধাপ্পা৷

বলা হয়েছে, কিছু শর্ত মানলে তবেই এই নতুন কর-স্ল্যাবের আওতায় পড়বেন বেতনভোগীরা। নাহলে বিকল্প হিসাবে, চালু থাকা আয়কর স্ল্যাবেই থাকা যাবে৷

এতদিন HRA, গৃহ ঋণের সুদ, LTA, আর স্বাস্থ্যবিমা খাতের টাকা, মূল বেতন থেকে বাদ দিয়ে তারপর হিসেব করা হতো বার্ষিক আয় এবং আয়কর৷

নতুন কর-ছাড়ের সুবিধে নিতে চাইলে এসব আর এবার থেকে হবেনা। বলা হয়েছে, বেতনভোগীরা আগের আয়কর অনুযায়ী কর দিতে পারবেন। নতুন কর স্ল্যাবের আওতায় আসতে গেলে উল্লেখ করা এবং ছাড় পাওয়া সব খাতের অর্থই আয় হিসেবে ধরা হবে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যা যা বলেননি, তা হলোঃ

🔴 নতুন কর-এর সুবিধে পেতে হলে আয়কর আইনের 10 নম্বর অনুচ্ছেদের 5 নম্বর ধারায় উল্লেখ থাকা লিভ ট্র্যাভেল বা LTC ছাড় দাবি করা চলবে না

🔴 আয়কর আইনের 10 নম্বর অনুচ্ছেদের 13A ধারায় উল্লেখ থাকা হাউজ রেন্ট অ্যালাওয়েন্স বা HRA দাবি করা যাবে না

🔴 আয়কর আইনের 16 নম্বর অনুচ্ছেদে উল্লেখ থাকা প্রফেশনাল ট্যাক্স এবং বিনোদন বাবদ ছাড় নেওয়া যাবে না।

🔴 আয়কর আইনের 24 নম্বর অনুচ্ছেদে উল্লেখিত সম্পত্তি থেকে সুদ আদায় করা চলবে না

🔴 আয়কর আইনের 35A D অনুচ্ছেদ এবং 35 CC এবং 6-A অধ্যায়ের আওতায় পড়া সমস্ত কর ছাড় দাবি করা চলবে না৷

🔵 শুধুমাত্র আয়কর আইনের 80C অনুচ্ছেদের উপঅনুচ্ছেদ 2 তে থাকা সুবিধে পাওয়া যাবে৷

আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বেড়েছে বলে দু’হাত তুলে নৃত্য করার আগে মধ্যবিত্ত বেতনভোগী শ্রেণি একবার হিসেব কষে নিন আর তারপর স্থির করুন কতক্ষন নাচবেন !

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...