আজ বিশেষ আদালতে ফের নির্ভয়া মামলার শুনানি, কবে হবে মৃত্যুদণ্ড ?

আইনের ফাঁক গলে আপাতত স্থগিত হয়ে গিয়েছে নির্ভয়া কাণ্ডের অভিযুক্তদের ফাঁসির আদেশ। কিন্তু রবিবার বিশেষ আদালতে ফের এই মামলার শুনানি। কি রায় দেন বিচারক তার ওপরই নির্ভর করছে এই ঘৃণ্য অপরাধে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আদেশ।
২৩ বছরের প্যারামেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ করে খুন করা হয়েছিল। ২০১২ সালে দিল্লির নির্ভয়াকাণ্ডের ঘটনা এখনও দগদগে হয়ে রয়েছে গোটা দেশে। ফাঁসির একদিন আগেই দিল্লি আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায় নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি। শনিবার ফের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় খোদ তিহার জেল কর্তৃপক্ষ। এবার দোষীদের ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করেছে তিহার কর্তৃপক্ষ।
রবিবার দুপুরে দিল্লি হাইকোর্ট এই মামলার জন্য বিশেষ শুনানি করবে বলে জানা গিয়েছে। সলিসিটর জেনারেল তুষার মেহলা সরকারের হয়ে এই আবেদন করেছিলেন। তিনি বিচারপতিদের জানিয়েছেন, এভাবে ফাঁসির দিন পিছিয়ে দিয়ে দোষীরা দেশের মানুষের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ভারতের ইতিহাসে এই ঘটনা সবচেয়ে নোংরা এবং লজ্জার। রবিবার অন্তত দুই দোষীকে ফাঁসির সাজা শোনাতে পারে হাইকোর্ট।

Previous articleব্রেকফাস্ট স্পোর্টস
Next articleমোদির নিরাপত্তায় দরাজ হস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এক লাফে বাড়ল ৬০ কোটি টাকা