মোদির নিরাপত্তায় দরাজ হস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এক লাফে বাড়ল ৬০ কোটি টাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা খাতে ব্যয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশের অর্থনীতিতে যত মন্দাই থাক, মোদির নিরাপত্তায় এতটুকু খামতি রাখতে চায় না ভারতীয় জনতা পার্টি। তাই এ বার বাজটেও নরেন্দ্র মোদির নিরাপত্তায় দরাজ হস্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এক লাফে ৬০ কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন তিনি । যার ফলে, এসপিজির জন্য বাজেট বেড়ে হল ৬০০ কোটি টাকা।
গত বছরেই বাজেটে মোদির এসপিজি নিরাপত্তায় বরাদ্দ বাড়িয়ে করা হয়েছিল ৫৪০ কোটি টাকা। তার আগের বছর এই ব্যয় বরাদ্দ ছিল ৪২০ কোটি টাকা।
প্রসঙ্গত, বর্তমানে একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই এসপিজি-র নিরাপত্তা পান। ৩ হাজার সদস্যের এই বাহিনী মোদির নিরাপত্তায় মোতায়েন থাকেন।

Previous articleআজ বিশেষ আদালতে ফের নির্ভয়া মামলার শুনানি, কবে হবে মৃত্যুদণ্ড ?
Next articleআজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা