রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদে কর্মসংস্থানের সিদ্ধান্ত

সোমবার নবান্নে ছিল রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক থেকে শূন্য পদে কর্মসংস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যে খুব দ্রুত বেশকিছু শূন্য পদে নিয়োগ করা হবে কমপক্ষে ৪০০ কর্মীকে। পরিবহন, কলকাতা পুরসভা, দুর্গাপুর পুরসভায় কর্মী নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে শ্রীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে নবান্ন সূত্রে খবর।

এছাড়া রাজ্য মন্ত্রিসভায় পাশ করানো হল নিজেদের জেলাতেই শিক্ষকদের চাকরি সিদ্ধান্ত। দিনকয়েক আগে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই সোমবার ক্যাবিনেটে পাশ করানো হল।

আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। বেলা ২টোয় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

আরও পড়ুন-সংবিধান বাঁচাতে আন্দোলন করলেই গুলি চলছে, তোপ অধীরের