দীর্ঘ টালবাহানার পরে অবশেষে চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ে ট্রেন চলাচল। ১৩ ফেব্রুয়ারি এই যাত্রাপথের সূচনা হবে। ট্রেন চলবে সেক্টর ৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। দীর্ঘদিন ধরে এই রুটে ট্রায়াল রান চলার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ তারিখ রাজ্যে আসছে রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি এই যাত্রাপথের সূচনা করবেন বলে রেল মন্ত্রক সূত্রে খবর।