Friday, November 14, 2025

জামিন পেলেন ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দ। শাহজানপুরে চিন্ময়ানন্দের কলেজে আইনের এক ছাত্রীকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ ওঠে বিজেপি নেতার বিরুদ্ধে। গত বছর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় তাঁকে। সোমবার, এলাহাবাদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত বছর সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের শাহাজানপুর থেকে নিখোঁজ হয়ে যান ২৩ বছরের আইনের ওই ছাত্রী। প্রায় এক সপ্তাহ পরে রাজস্থান থেকে উদ্ধার করা হয় তাঁকে। পুলিশের কাছে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন তিনি। অভিযোগ, এক বছর ধরে ওই বিজেপি নেতা তাঁর ওপর অত্যাচার করেছেন। তরুণীর অভিযোগ উড়িয়ে দেন চিন্ময়ানন্দ। অভিযোগের পাঁচ দিন পর গ্রেফতার করা হয় তাঁকে। যদিও গ্রেফতারের পর অভিযুক্তের আইনজীবী জানিয়েছিলেন, ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়নি। তাঁকে ‘ক্ষমতার অপব্যবহার করে যৌনসঙ্গম’-এর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

তবে অভিযোগকারিণীর দাবি, তাঁর কাছে সব প্রমাণ আছে। এমনকী উত্তরপ্রদেশের পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছে বলেও জানিয়েছিলেন তিনি। অভিযোগকারিণীর দাবি, তাঁর চশমায় ক্যামারা লাগানো থাকত। তাতে যে ছবি উঠেছিল, তা পেন ড্রাইভে রেখেছিলেন তিনি। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় চিন্মায়ানন্দকে। প্রাথমিক ভাবে ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। সোমবার, এলাহাবাদ হাইকোর্ট চিন্মায়ানন্দের জামিন মজুর করে।

আরও পড়ুন-মোদিকে লক্ষ্য করে মমতার তোপ : সবাই সন্ত্রাসবাদী! তাহলে তোমরা কী?

Related articles

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...
Exit mobile version