Wednesday, November 19, 2025

জোরকদমে কাজ চলছে টালা ব্রিজে, বিকল্প যান চলাচলের রুট নির্দেশ দেখে নিন

Date:

পূর্ব ঘোষণা অনুযায়ী, টালা ব্রিজ ভেঙে জোর কদমে চলছে সংস্কারের কাজ। ফলে এখন থেকে উত্তর কলকাতায় ব্যাপক যানজট তৈরি হবে। বিশেষ করে কাজের দিনগুলিতে। তাই তৎপর প্রশাসন। বিকল্প রুটের জন্য ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থা। যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে নতুন রুট ম্যাপ জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।

একনজরে দেখে নিন বিকল্প রুটের জন্য ট্রাফিক নির্দেশ:

উত্তরমূখী যানের ক্ষেত্রে চিত্তরঞ্জন অ্যভিনিউ ধরে আসা বাস-মিনি বাস জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনি বাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার ধরবে। সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাট গামী বাস-মিনি বেলগাছিয়া রোড ও বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করছে।

চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা ছোট গাড়িও জেএম অ্যাভিনিউ, গিরিশ অ্যাভিনিউ, কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাচ্ছে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা কিছু বাস-মিনি বাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে উত্তরে গ্যালিফ স্ট্রিট ধরে লকগেট ফ্লাইওভার বা কাশীপুর রোড ধরে বিটি রোড যেতে পারবে। বিধান সরণী, এপিসি রোড ধরে আসা ছোট গাড়িগুলি উত্তরে গ্যালিফ স্ট্রিট দিয়ে লকগেট ফ্লাইওভার, কাশীপুর রোড ধরতে পারে। অথবা আরজি কর রোডও ধরতে পারে।

অন্যদিকে, দক্ষিণ মুখী যানের ক্ষেত্রে বাস-মিনি বাসগুলি বিটি রোড থেকে চিড়িয়া মোড় হয়ে দমদম রোড, সেভেন ট্যাঙ্কস, নর্দান অ্যভিনিউ, রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে। কিছু বাস-মিনি বাস আবার বিটি রোড থেকে পাইকপাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড় যাচ্ছে।

এদিকে, দক্ষিণমুখী ছোট যানগুলির ক্ষেত্রে গাড়ি চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জি রোড, কাশীপুর রোড, গিরিশ অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যভিনিউ বা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দিকে যেতে পারবে। বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী গাড়িগুলি আরও দক্ষিণে একে পাইকপাড়া হয়ে রাজা মণীন্দ্র রোড, মিল্ক কলোনি, বেলগাছিয়া ব্রিজ হয়েও শ্যামবাজারের দিকে যেতে পারবে।

এছাড়াও ট্রাফিক সংক্রান্ত যে কোনও তথ্য জানতে কলকাতা পুলিশের টোল-ফ্রি নম্বর ১০৭৩-তে ফোন করার জন্যও বলা হয়েছে।

Related articles

সংশোধনাগারের কর্মীদের তথ্য হবে ডিজিটালাইজড: নিয়োগ হচ্ছে কর্মী

সংশোধনাগার দফতরের কাজকর্মকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করে তুলতে রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে কর্মরত প্রায় ৪ হাজার কর্মীর সার্ভিস...

নাগরিকত্বের জন্য অনশনে মতুয়ারা, লন্ডনে প্রমোদ ভ্রমণে শান্তনু ঠাকুর!

নাগরিকত্ব থাকবে, না যাবে? আবার কি নতুন করে প্রমাণ করতে হবে যে তাঁরা ভারতীয়? এই দুশ্চিন্তায় যখন গোটা...

স্বর্ণব্যবসায়ী খুনে গ্রেফতার আরও ১: দোষীদের মোবাইলে বিডিও-যোগ

নিউটাউনের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনে চতুর্থ গ্রেফতারি বিধাননগর গোয়েন্দা বিভাগের। কোচবিহার থেকে বিবেকানন্দ সরকার নামে এক যুবককে গ্রেফতার...

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...
Exit mobile version