সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে ভারতবিরোধী জেহাদের প্রচারে। অসমর্থিত সূত্রে খবর, ফেব্রুয়ারিতেই নাকি কাশ্মীর দখলের ছক কষছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে মুখ পোড়ার পর আজাদ কাশ্মীরের ডাক দিয়ে জেহাদি গোষ্ঠীগুলিতে উজ্জীবিত করে তাদের দিয়েই নাকি কাশ্মীরের দখল পেতে চায় পাকিস্তান। সোশ্যাল মিডিয়া এমন খবরে তোলপাড় হলেও সরকারি স্তরে এর কোনও সমর্থন মেলেনি। তবে আট ফেব্রুয়ারি দিল্লি ভোটের আগে পাকবিরোধী প্রচার তীব্র করে জাতীয়তাবাদের আবেগ উসকে দিতেই আজাদ কাশ্মীরের কথা বলা হচ্ছে কিনা তা নিয়েও নানা মহলে জল্পনা।
