বিচারক নিয়োগ নিয়ে রাজ্যকে পত্রবোমা আদালতের

রাজ্যের নিম্ন আদালতে বিচারক নিয়োগ করা হয়নি? সে নিয়ে অসন্তুষ্ট হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল চিঠি পাঠালেন রাজ্যের আইন ও বিচার দফতরের সচিবকে। সেখানে পরিস্কার ভাষায় রাজ্যকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ও হাই কোর্টের সুপারিশ থাকা সত্ত্বেও কেন এই নিয়োগ করা হয়নি। আদালত রাজ্য সরকারের সঙ্গে সুসম্পর্কই রাখতে চায়। কিন্তু আদালতের সৌজন্যকে দুর্বলতা যেন মনে না করা হয়। চিঠিতে বলা হয়েছে, তিনটি ক্যাডারে নিয়োগের বিষয়টি বারবার মনে করিয়ে দেওয়া হয়। রাজ্য জানিয়েছিল, কিছু বক্তব্য আছে। সেই বক্তব্য কেন এখনও এলো না! সংবিধানের ২৩৫ ধারাকে মনে করিয়ে দিয়ে আদালতের তরফে বলা হয়, নিম্ন আদালতের বিচারক নিয়োগে হাই কোর্টের নিয়ন্ত্রণ থাকবে।

২৩জন জেলা জজ ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিয়োগ নিয়ে ৫ফেব্রুয়ারির মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যকে। একটি পকসো মামলার প্রেক্ষিতে বিচার শুরু করতে না পারার জেরেই এই নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের বিচার ও আইন মন্ত্রী মলয় ঘটক জানান, ফাইল ছেড়ে দেওয়া হয়েছে। চিঠির কথা জানা নেই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে পিএসসি। তার উপরের পদে নিয়োগ করে হাইকোর্ট। আর বিচারপতি নিয়োগ কলেজিয়ামের হাতে।

Previous articleফেডেরারের রেকর্ড ভাঙা লক্ষ্য নোভাকের
Next articleফের যুবভারতীতে বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচ!