Friday, January 9, 2026

হ্যামিল্টনে সেঞ্চুরি শ্রেয়াসের, নিউজিল্যান্ডের সামনে ৩৪৮ রানের লক্ষ্যমাত্রা

Date:

Share post:

ওয়ান ডে কেরিয়ারে তাঁর প্রথম সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। সেঞ্চুরিতে ছিল ১০১ বলে, ১১টি চার ও একটি ছয়। হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন লোকেশ রাহুলও। তাঁর পঞ্চাশ এসেছে ৪১ বলে, চারটি ছয়ের সাহায্যে।
টস হেরে গেলেও, ব্যাট করতে নেমে বড় ইনিংস গড়ল ভারত। তৃতীয় উইকেটে বিরাট কোহালি ও শ্রেয়াস আইয়ার শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন ইনিংস। এর পর চতুর্থ উইকেটে লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারও আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে চলেছেন। ৫০ ওভারে তিন উইকেটে ৩৪৭ রান তুলেছে ভারত। ২০ বছর বয়সি পৃথ্বী শ ও ২৮ বছর বয়সি ময়াঙ্ক আগরওয়ালের অভিষেক ঘটল বুধবার হ্যামিল্টনে।
৬১ বলে হাফ-সেঞ্চুরির পর ফিরেছেন বিরাট কোহালিও। দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারের সঙ্গে ১০২ রান যোগ করেন কোহলি। ৬৩ বলে ৫১ রানের ইনিংসে ছিল ছয়টি চার। ১৫৬ রানে পড়েছিল ভারতের তৃতীয় উইকেট।

বিরাটের পঞ্চাশের পর অর্ধশতরান করেছিলেন শ্রেয়াসও। যা এসেছিল ৬৬ বলে, পাঁচটি চারের সাহায্যে। লোকেশ রাহুলের সঙ্গে জুটিতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করেছেন শ্রেয়াস। এর আগেও একদিনের ক্রিকেটে ভারতের দুই ওপেনারেরই একসঙ্গে অভিষেকের ইতিহাস রয়েছে।
টস হেরে ব্যাট করতে নেমে ধীরে সুস্থেই শুরু করেছিলেন পৃথ্বী শ ও ময়াঙ্ক আগরওয়াল। প্রথম ওভার টিম সাউদিকে মেডেন দিয়েছিলেন পৃথ্বী। ধীরে ধীরে হাত খোলেন তিনি। ভারতের পঞ্চাশ আসে ৪৭ বলে। কিন্তু তার পরই পড়ে উইকেট। পৃথ্বী (২১ বলে ২০) ফেরেন কলিন ডি গ্র্যান্ডহোমির বলে উইকেটকিপার টম লাথামকে ক্যাচ দিয়ে। চার রান পরেই ফেরেন ময়াঙ্ক (৩১ বলে ৩২)। সাউদির বলে তাঁর ক্যাচ ধরেন ব্লান্ডেল। ৮.৪ ওভারে ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।ভারতীয় দল এই ম্যাচে প্রথম এগারোর বাইরে রেখেছে মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, নবদীপ সাইনি, যুজবেন্দ্র চহাল ও শিবম দুবেকে। এর মধ্যে মণীশকে বসিয়ে ছয়ে কেদার যাদবকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন।

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...