নাম না করে দলের বিরুদ্ধেই তোপ দাগলেন চন্দ্র বসু

নিজের দলের বিরুদ্ধে ফের মুখ খুললেন বিজেপি নেতা চন্দ্র বসু। নাম না করে দলের বিরুদ্ধেই টুইট করেন তিনি। লেখেন, ‘‘সংখ্যাগরিষ্ঠার মোহে আচ্ছন্ন হলেই পতন শুরু হয়। ২০১৬ সালে আমাকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়। লোকসভায় আমাকে প্রার্থী করা হয় দক্ষিণ কলকাতা কেন্দ্রে। যা তৃণমূলের শক্ত ঘাঁটি। দলকে অনুরোধ করেছিলাম আমাকে জেলা থেকে প্রার্থী করা হোক। যেখানে সহজে জিততে পারি। রাজনীতি সম্ভাবনার শিল্প।’’

প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা ভোট এবং ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির টিকিটে ভোটে দাঁড়ান তিনি। কিন্তু বেশ বড় ব্যবধানে দু’বারই হেরে যান তিনি। টুইটে তা নিয়েও দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

Previous articleবাজারে আসছে পোকো X2
Next articleবিদেশে চাকরির টোপ দেওয়া মিঠুন গ্রেফতার