আধার কার্ড সংশোধন নিয়ে বিতর্ক, কাজ বন্ধের সিদ্ধান্ত পুরসভার

আধার কার্ড সংশোধন নিয়ে বিতর্কের জেরে কলকাতায় আপাতত আধার কার্ড সংশোধনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। আধার কার্ড সংশোধনের ফর্মে এনপিআরের জন্য একটা অংশ বরাদ্দ রাখা হয়েছে। কেন ওই কলাম রাখা হল, তার জবাব না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র।
মঙ্গলবার, ওয়াটগঞ্জে আধার কার্ড সংশোধন ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ফর্মে এনপিআরের অংশ ছিল। একটি ব্যাঙ্কের মাধ্যমে কাজ চলছিল। পুরসভা সূত্রে খবর, তারা ওই কাজে সাহায্য করে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে ব্যাখ্যা চেয়েছে কলকাতা পুরসভা। সেই প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-“করোনা-আক্রান্ত” বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী