Sunday, November 16, 2025

নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে শাহিনবাগের ধরনাই শেষ বেলায় দিল্লি ভোটে বিজেপির একমাত্র হাতিয়ার হতে চলেছে। বিধানসভা ভোটের আগে করা সব সমীক্ষাতেই স্পষ্ট যে, আমজনতার কোর ইস্যু যেমন স্বাস্থ্য, শিক্ষা, জল, বিদ্যুৎ, পরিবহন, পরিবেশ সহ সার্বিক উন্নয়নের নিরিখে আপের পারফরম্যান্সে খুশি দিল্লিবাসী। স্থানীয় ইস্যুতে আপকে হারানো কঠিন বুঝেছে বিজেপি। এর উপর মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের মত জনপ্রিয় মুখের বদলে কে, তারও হদিশ দিতে ব্যর্থ গেরুয়া শিবির। ফলে তাদের হাতে শেষ অস্ত্র বা ইস্যু বলতে একটাই, শাহিনবাগের বিক্ষোভ।

দিল্লির রাস্তা আটকে প্রায় 55 দিন ধরে চলা বিক্ষোভের উদ্দেশ্য ও অংশগ্রহণকারীদের একাংশের কাজকর্ম সম্পর্কে প্রশ্ন তুলছেন বিজেপির শীর্ষ নেতা থেকে স্থানীয় নেতারা। স্বয়ং মোদি থেকে অমিত শাহ সকলেই শাহিনবাগের আন্দোলনের পিছনে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ তুলেছেন। প্রধানমন্ত্রী স্পষ্টই বলেছেন, সামনে সংবিধান বা জাতীয় পতাকা সাজিয়ে রেখে পিছনের চক্রান্ত আড়াল করা যাবে না। শাহিনবাগ ধরনার অন্যতম উদ্যোক্তা সারজিল ইমাম এদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার ডাক দিয়ে দিল্লি পুলিসের হাতে গ্রেফতার। তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চলছে। ফলে শাহিনবাগকে দেশবিরোধীদের আখড়া ও অরজকতা তৈরির চক্রান্ত বলে প্রচার জোরদার করছে বিজেপি। এর পাশাপাশি শাহিনবাগে গুলি চালনার ঘটনায় যখন বিজেপির দিকে আঙুল উঠছিল তখন হঠাৎই চাঞ্চল্যকর মোড়। দিল্লি পুলিস ছবি, তথ্য দিয়ে দাবি করেছে, গুলিকাণ্ডে ধৃত যুবক কপিল আদতে আপের কর্মী। ফলে বিজেপি এখন আপকেও গুলির ঘটনায় জড়িয়ে নিয়ে প্রচার চালাচ্ছে। তবে শেষ পর্যন্ত শাহিনবাগ বিজেপিকে প্রত্যাশিত কোনও ফল দিল কিনা তা বোঝা যাবে 11 ফেব্রুয়ারিই।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version