গায়ক সৌমিত্র রায়ের পায়ের আঘাত গুরুতর। আজ দুপুর ১টা নাগাদ তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হবে। ‘এখন বিশ্ববাংলা সংবাদ’-কে ‘ভূমি’র গায়ক জানান, এমনিতে ঠিক থাকলেও হাঁটুর চোটটা বেকায়দায় ফেলেছে তাঁকে। এদিন দুপুরে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা।
সোমবার দুপুরে ইকো পার্কের কাছে তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি গাড়ির। নিজেই গাড়ি চালাচ্ছিলেন ‘ভূমি’-র গায়ক। তাঁর কাঁধে, বুকে ও পায়ে চোট লাগে। ঘটনাচক্রে সেই সময় ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন কল্যাণ সেন বরাট। তিনি সৌমিত্রকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
