Sunday, November 9, 2025

১৫ লক্ষ টাকা দেবে বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মামলা করলেন এইচকে সিং নামে এক আইনজীবী। ২০১৪ সালে লোকসভা ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। কিন্তু তা হয়নি। উপরন্তু সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। রাঁচি হাইকোর্টে নরেন্দ্র মোদি, অমিত শাহ, রামদাস আতওয়ালের নামে মামলা করেন ওই আইনজীবী। ৪১৫, ৪২০ এবং ১২৩(খ) এই তিন ধারায় মামলা দায়ের হয়েছে।

এইচকে সিং বলেন, ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংশোধনী নাগরিকত্ব আইন লাগু করা হল, কারণ বিজেপির নির্বাচনী ইস্তেহারে কথা দেওয়া হয়েছিল- দ্বিতীয়বার ক্ষমতায় এলে এই আইন লাগু হবে। আইনজীবীর প্রশ্ন, সিসিএ লাগু হল কারণ কথা দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। তাহলে ১৫ লক্ষ টাকা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটার কী হবে? তিনি আরও বলেন, দু’নৌকায় পা দিয়ে চলা যায় না। বিজেপি যদি সিএএ কার্যকর করার প্রতিশ্রুতি রাখতে পারে তাহলে তাদের উচিৎ ১৫ লক্ষ টাকাও দেওয়া উচিৎ।

কংগ্রেস নেতা অলোক দুবে বলেন, ‘‘প্রধানমন্ত্রী সহ বিজেপি নেতা মন্ত্রীদের মিথ্যে কথায় মানুষ বিরক্ত। এখন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ।’’ যদিও বিজেপি মুখপাত্র অজয়নাথ শাহদেও-র যুক্তি ‘‘হঠাৎ একটা মামলা করার অর্থ, সস্তার প্রচার পাওয়ার চেষ্টা। অমিত শাহ, নরেন্দ্র মোদি কখনই প্রতিশ্রুতি দেননি সাধারণ মানুষ ১৫ লক্ষ টাকা পাবেন। বুধবার রাঁচি আদালতে মামলার প্রথম শুনানি ছিল। এই মামলার পরবর্তী শুনানি ২ মার্চ।’’

আরও পড়ুন-আধার কার্ড সংশোধন নিয়ে বিতর্ক, কাজ বন্ধের সিদ্ধান্ত পুরসভার

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version