তিনদিন পরেও কাটল না জট। অবস্থান চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। বুধবার সকালে ক্লাস বন্ধ রেখে অধ্যাপকদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। যদিও আন্দোলন নিয়ে পড়ুয়াদের সঙ্গে এখনও পর্যন্ত কোনও বৈঠক হয়নি বলে বিশ্বিদ্যালয় সূত্রে খবর। রেজিস্ট্রার ও অন্যান্য আধিকারিকরা বেরিয়ে গেলেও উপাচার্য রয়েছেন ক্যাম্পাসেই।
তবে কী নিয়ে বৈঠক সে সম্পর্কে এখনও মুখ খোলেনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্সির পড়ুয়া তন্ময় সরকার জানান, ‘‘আমরা কখনই ক্লাস বন্ধ রাখার পক্ষে নই। যদি সেরকম দিকে এগোয় তবে আমরা কর্তৃপক্ষের কাছে চিঠি দেব, ক্লাস চালু রাখার জন্য। আন্দোলনের ফলে পঠনপাঠনে কোনও ব্যাঘাত ঘটবে না।’’
সোমবার, সকাল থেকে ঘেরাও করে রাখা হয় উপাচার্যকে। পড়ুয়াদের দাবি, ক্যাম্পাসে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে, হিন্দু হস্টেল থেকে বদলি হওয়া কর্মচারীদের ফিরিয়ে আনতে হবে। রাতভর ঘেরাও থাকার পর মঙ্গলবার ভোরে বেরিয়ে যান উপাচার্য। এদিকে বারবার অবস্থান আন্দোলনের ফলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সামাধান করতে হবে।
