কপিল কার? ঠেলাঠেলি বিজেপি-এএপি-র

শাহিনবাগ আন্দোলন এবারে দিল্লি নির্বাচনের ‘হট ইস্যু’। প্রচারে গিয়ে শাসক-বিরোধী সবাই এই আন্দোলনকেই পরোক্ষে হাতিয়ার করছে। তার মধ্যে বিতর্ক উসটে দিয়ে দিল্লি পুলিশের দাবি, গুলি চালানোর ঘটনায় ধৃত কপিল গুজ্জর আম আদমি পার্টি-র সদস্য। কিন্তু সেই দাবি অস্বীকার করেছেন আপ নেতা তথা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। দিল্লি পুলিশকে নিয়ে ‘নিচুমানের ষড়যন্ত্র’ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেজরিওয়ালের দাবিকেই সমর্থন জানিয়েছে ধৃত কপিলের পরিবারও। কপিলের বাবার দাবি, তাঁর ছেলে বা পরিবারের সঙ্গে আপ-এর কোনও সম্পর্কই নেই।
গত শনিবার দক্ষিণ দিল্লির শাহিনবাগে সিএএ-এনআরসি বিরোধী অবস্থান অন্দোলনে গুলি চালান বছর পঁচিশের যুবক কপিল গুজ্জর। ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার চাঞ্চল্যকর দাবি করে দিল্লি পুলিশ। তারা জানায়, নিজেকে আপ সদস্য বলে জানিয়েছেন কপিল। একটি ছবিও নিজেদের দাবির সপক্ষে সংবাদ মাধ্যমকে দেয় দিল্লি পুলিশ। ছবিতে দেখায় যায়, আপ নেতা সঞ্জয় সিংয়ের সঙ্গে দলীয় টুপি পরে দাঁড়িয়ে কপিল। কপিলের বাবা গজে গুজ্জরের অবশ্য দাবি, তাঁরা বিএসপি সমর্থক। ২০১২-তে বিএসপি-র হয়ে ভোটেও লড়াই করেন তিনি। গতবার ভোট প্রচার আপের পক্ষ থেকে ওই টুপি দেওয়া হয়। অনেকই সেই টুপি পরেন। একই কথা বলেছেন কেজরিওয়ালও। তিনি জানান, কেউ তাঁদের দলের টুপি পরে ছবি তুললেই প্রমাণ হয় না, সেই ব্যক্তি আপের সদস্য। এটা আপের বিরুদ্ধে বিজেপির ‘নীচুমানের ষড়যন্ত্র’ বলেও ক্ষোভ উগড়ে দিয়েছেন কেজরিওয়াল।