জগমোহনের অলঙ্কৃত পদে পুত্রর অভিষেক

মাত্র ৩৮ বছর বয়সে সিএবি প্রেসিডেন্ট। রাজ্য ক্রিকেট সংস্থায় সবচেয়ে কম বয়সে মসনদে বসলেন অভিষেক ডালমিয়া। প্রয়াত সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পুত্র। বুধবার সিএবির বিশেষ সভায় দায়িত্ব নিলেন অভিষেক। সিএবি সচিবের দায়িত্ব নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস। মেয়াদ ২০২১-এর অক্টোবর। বিশেষ বৈঠকে অন্য কোনও নাম না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন তাঁরা মাত্র ১৫মিনিটেই। দায়িত্ব পেয়ে অভিষেক জানালেন তাঁর নতুন পরিকল্পনার কথা।

১. রাজ্য ক্রিকেটে একটি টি-২০লিগ হবে।
২. কলকাতা আর বাইরের কিছু দল নিয়ে হতে পারে বেঙ্গল ক্রিকেট লিগ।
৩. সংস্কার হবে ইডেনের। ২০২১ এর টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ বিশ্বকাপের আগে ইডেনের বাইরেরও কিছু পরিবর্তন হবে। বৃষ্টি হলে যাতে দ্রুত মাঠ শুকোয় তারজন্য মাঠের নিচে বালির স্তর তৈরি করা হবে।
৪. এখন ইডেনে রয়েছে দুটি ড্রেসিংরুম। সেটি চারটি হবে।
৫. ২০২১-এর টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ হতে পারে ইডেনে। সেই ম্যাচকে সামনে রেখে ইডেন সাজানো হবে।
৬. ভিশন-২০২০-র পরিবর্তে ভিশন-২০২৫ করা হবে।

এদিনের সভায় ছিলেন সৌরভ। মিটিং শেষ করে লন্ডনে উড়ে গেলেন স্ত্রী-কন্যাকে নিয়ে। লন্ডন থেকে তিনি নিউজিল্যান্ড যাবেন কোহলিদের টেস্ট সিরিজের সময়।