আমার মুখ খোলাবেন না! মোদি হুমকি দিতেই চুপষে বসে পড়লেন সৌগত

বলছিলেন নরেন্দ্র মোদি। প্রতিবাদ করছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। বারবার বাধা দিচ্ছিলেন। বিরক্ত মোদি বললেন, মুখ খোলাবেন না আমি যদি মুখ খুলি, তাহলে আপনার অসুবিধা হবে। আপনার রাজ্যে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, নির্দোষ মানুষকে মারা হচ্ছে, তার হিসাব আর তথ্য যদি দিই, তাহলে মুশকিলে পড়বেন। নরেন্দ্র মোদির এই কথায় কার্যয় চুপষে গিয়ে নিজের আসনে বসে পড়েন সৌগত রায়। তারপর অবশ্য তাঁকে আর প্রশ্ন বা হল্লা করতে দেখা যায়নি।