রাজনৈতিক মন্তব্যের জন্য দিল্লি পুলিশের DCP-কে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় ধৃত ব্যক্তি AAP- এর সঙ্গে যুক্ত বলা দিল্লি পুলিশের DCP রাজেশ দেও-কে ভোটের কাজে নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন৷ দিল্লি পুলিশ প্রধানকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, পুলিশ আধিকারিক রাজেশ দেও-কে “রাজনৈতিক অর্থযুক্ত” মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে৷ তাঁকে আসন্ন নির্বাচনে ব্যবহার করা যাবে না৷

দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভস্থলে গত সপ্তাহে গুলি চালিয়েছিল এক ব্যক্তি৷ সেই ব্যক্তি আম আদমি পার্টি বা AAP-এর সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছিলেন দিল্লি পুলিশের DCP রাজেশ দেও৷ এই DCP-কে ভোটের দায়িত্ব থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷
বুধবার দিল্লি পুলিশ প্রধানকে এক চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছে, পদস্থ পুলিশ আধিকারিক রাজেশ দেও-কে “রাজনৈতিক অর্থযুক্ত” মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, “ডেপুটি কমিশনার রাজেশ দেও গত ৪ ফেব্রুয়ারি সংবাদমাধ্যমে কথা বলার সময়, শাহিনবাগে গুলি-কাণ্ডের তদন্ত প্রসঙ্গে রাজনৈতিক অর্থযুক্ত কথা বলেছেন৷ এই কথা কমিশনের নজরে এসেছে। এই বিষয়ে সংবাদমাধ্যমের একাধিক রিপোর্টেও দেখা গিয়েছে, রাজেশ দেও শাহিনবাগ বিক্ষোভস্থলে গুলি চালানো নিয়ে তদন্ত প্রসঙ্গে বিবৃতিতে বলেছেন, এক বছর আগে অভিযুক্ত এবং তার বাবা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিয়েছেন৷ ওই DCP ষড়যন্ত্রের দৃষ্টিকোণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন”। নির্বাচন কমিশন জানিয়েছে, “এই সময়ে, যখন তদন্ত চলছে, সেই পর্যায়ে এ ধরনের বিবৃতি নির্বাচনের ওপর বিরূপ প্রভাব ফেলবে। এই কাজটি অযাচিত। রাজেশ দেও-এর কার্যকলাপ অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের ওপর প্রভাব ফেলবে”।
কঠোর মনোভাব প্রদর্শন করে নির্বাচন কমিশন জানিয়েছে, “ দিল্লি পুলিশের শীর্ষকর্তাকে এটা নিশ্চিত করতে হবে যে, দিল্লি বিধানসভা নির্বাচনে কোনও কাজ করবেন না ওই রাজেশ দেও”।

ওই DCP বলেছিলেন, গুলিকাণ্ডে ধৃত কপিল গুজ্জর স্বীকার করেছে যে সে AAP-এর সদস্য। এর পরই AAP-এর তরফে অভিযোগ আনা হয়, ওই রাজেশ দেও DCP নয়,
“বিজেপির মুখপাত্র” হিসাবে কাজ করছেন৷