লাল-হলুদের হোম গ্রাউন্ড যুবভারতী

ইস্টবেঙ্গলের নাছোড় মনোভাবের কাছে হার মানতেই হলো। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর কাছে দরবারের হুমকি দেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। কল্যাণীর বদলে এবার যুবভারতীকেই হোম গ্রাউন্ড হিসাবে পাবে লাল-হলুদ। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানালেন ক্রীড়ামোদী অরূপ বিশ্বাস। মোহনবাগানের মতো কম অর্থেই যুবভারতী পাচ্ছে তারা। ১৩ ফেব্রুয়ারি রাজ্য বাজেটের দিনেই মিনার্ভার সঙ্গে ম্যাচ যুবভারতীতে। ডার্বিসহ পাঁচটি ম্যাচ হবে যুবভারতীতে।

Previous articleকরোনার আক্রমণে মৃত্যু সদ্যোজাতর
Next articleআদিবাসী বালককে দিয়ে জুতো খোলানো বিতর্কে তামিলনাড়ুর মন্ত্রী