আদিবাসী বালককে দিয়ে জুতো খোলানো বিতর্কে তামিলনাড়ুর মন্ত্রী

আদিবাসী বালককে দিয়ে জুতো খোলানোয় এবার বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর বনমন্ত্রী তথা এআইডিএমকে নেতা দিন্দিগুল শ্রীনিবাসন। হাতিদের জন্য তৈরি পুনর্বাসন ক্যাম্পের উদ্বোধনে যান তিনি। সেখানে গিয়ে আদিবাসী বালককে দিয়ে জুতো খোলালেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

বৃহস্পতিবার থেপ্পাক্কাডুর মুদুমালাইয়ে হাতিদের জন্য তৈরি একটি পুনর্বাসন ক্যাম্পের উদ্বোধনে যান দিন্দিগুল। ক্যাম্পের ভিতরে একটি মন্দিরে পুজো দিতে যান। তখনই এক মাহুতের ছেলেকে ডেকে তাঁর জুতো খুলে দিতে বলেন। নবম শ্রেণির ওই ছাত্র মন্ত্রীর কথা শোনে জুতো খুলেও দেয়। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এমনকী সহযোগী বিজেপির নেতারাও এই ঘটনায় তাঁর পাশে দাঁড়াননি। যদিও এই প্রসঙ্গে মন্ত্রী দিন্দিগুলের নিজের সাফাই গেয়েছেন। তাঁর কথায়, ওই ছেলেটি আমার নাতির মতো।

Previous articleলাল-হলুদের হোম গ্রাউন্ড যুবভারতী
Next articleসার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী পুলিশ