সুযোগ পেলেই মেয়েদের জোর করে চুম্বন, সিসিটিভিতে ধরা পড়ল দুষ্কৃতী

সুযোগ পেলেই মেয়েদের জোর করে চুম্বন করে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতী। শুধু চুম্বন না, মেয়েদের গায়েও হাত দিচ্ছে সে। রাতে ফাঁকা ওভারব্রিজে এই কাণ্ড ঘটছে। এই ভিডিও ছড়িয়েছে নেট দুনিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনা মুম্বইয়ের মাটুঙ্গা রেল স্টেশনের।

এই ঘটনা পুরোটাই ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ সূত্রে খবর, এই দুষ্কৃতী একাধিকবার এমন কুকর্ম করেছেন। যেখানে মহিলাদের আপত্তিজনক ভাবে ছোঁয়া এবং চুম্বন করার ঘটনা ঘটেছে। মাটুঙ্গা থানার তরফ থেকে জানানো হয়েছে, ওই যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির কোনও অভিযোগ এখনও দায়ের করেননি কোনও মহিলা। অভিযোগ দায়ের না হলেও তার পরিচয় পেয়ে গিয়েছে পুলিশ। সে চুরি, পকেটমারির মতো একাধিক ঘটনায় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, শেষ যে ঘটনার ভিডিও সামনে এসেছে সেটি ২৫ জানুয়ারি মাটুঙ্গা স্টেশনের। তারা অপেক্ষা করছে শ্লীলতাহানির কোনও অভিযোগ দায়ের হওয়ার।

আরও পড়ুন-রাজ্যের খসড়া বক্তৃতা হুবহু পড়লেন ধনকড়!