Thursday, August 28, 2025

VVIP-দের উড়িয়ে এয়ার ইন্ডিয়া পাবে ৮২২ কোটি! RTI-এ ফাঁস কেন্দ্রের কীর্তি

Date:

টাকা নেই, ধুঁকছে এয়ার ইন্ডিয়া। অর্থমন্ত্রী সীতারমন জানিয়েছেন, এয়ার ইণ্ডিয়ার ১০০% বিক্রি করা হবে৷ রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থার কাঁধে ঘাড়ে ৩.২৬ বিলিয়ন মার্কিন ডলারের ঋণের বোঝা৷

ওদিকে, খোদ কেন্দ্রীয় সরকারের কাছেই এয়ার ইণ্ডিয়ার বকেয়া ৮২২ কোটি টাকা। RTI-এর ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে। গত বছরের ৩০ নভেম্বর পর্যন্ত VVIP-দের চাটার্ড ফ্লাইট বাবদ কেন্দ্রের কাছে এয়ার ইন্ডিয়ার এই বিপুল পরিমাণ অর্থ প্রাপ্য বলে জানা গিয়েছে।
কেন্দ্রের কাছে এয়ার ইন্ডিয়ার বকেয়ার তালিকায় আরও আছে। RTI-এর জবাবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার উড়ান বাবদ কেন্দ্রের কাছে তাদের আরও ৯.৬৯ কোটি টাকা প্রাপ্য। এছাড়া বিদেশি অভ্যাগতদের বিশেষ উড়ানের জন্য ১২.৬৫ কোটি টাকার একটি বিলও কেন্দ্রের কাছে পড়ে আছে।

রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো VVIP-দের জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া। এই সংক্রান্ত বিল কেন্দ্রীয় মন্ত্রকের তরফে সাধারণত মিটিয়ে দেওয়া হয়।
ওদিকে, এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এ বছরের জানুয়ারি মাসেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এয়ার ইন্ডিয়া কেনায় আগ্রহ প্রকাশ করেছে টাটা গোষ্ঠী।

Related articles

বাংলায় SIR নয়, প্রয়োজনে দিল্লিতে আন্দোলন ছাত্র যুবদের: আতাউল হক

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP foundation day) ঐতিহাসিক ছাত্র সমাবেশে ছাত্রনেতা আতাউল হক বলেন, শুধু কলেজ গেটে...

কোনওদিন কোনও অশুভ শক্তি আমাদের আটকাতে পারেনি: কেন্দ্রকে নিশানা জয়ার

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে চলছে বিশেষ সমাবেশ। শুরুতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বক্তব্য...

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...
Exit mobile version