শাহিনবাগ-মামলার শুনানি নির্বাচনের পর: সুপ্রিম কোর্ট

এখনই শাহিনবাগের বিক্ষোভকারীদের সরানোর মামলার শুনানি নয়। জানাল সুপ্রিম কোর্ট। শনিবারই, দিল্লিতে নির্বাচন। তারপরই হবে শুনানি। সিএএ বিরোধিতায় গত বছর ১৫ ডিসেম্বর থেকে দিল্লির শাহিনবাগে অবস্থান বিক্ষোভ চলছে। রাস্তা অবরোধ করে বসে রয়েছেন আন্দোলকারীরা। যার জেরে তীব্র যানজট দেখা দিয়েছে দক্ষিণ দিল্লিতে। এই পরিস্থিতিতে অবস্থানকারীদের সরানোর দাবিতে মামলা দায়ের করা হয়।
শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শীর্ষ আদালতের নির্দেশে শুনানির দিন পিছনো হয়েছে। কারণ, শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন। তারপর সোমবার শাহিনবাগ মামলার শুনানির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Previous articleসংঘাতের বাতাবরণের মধ্যেই দুপুর ২টোয় প্রথা মেনে বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণ
Next articleফের জঙ্গি হামলার ছক ভারতে! এবার কোথায়?